

লোকসভা নির্বাচনে মনোনয়ন না পেয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি নেতা হর্ষ বর্ধন। রবিবার তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। বিজেপি প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়নি দু’বারের সাংসদ হর্ষ বর্ধনকে। তাঁর চাঁদনী চক কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী বদল করেছে।
এদিন এক দীর্ঘ এক্স বার্তায় (পূর্বতন ট্যুইটার) প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জানান, “গৌরবময় নির্বাচনী জীবনের ত্রিশ বছরেরও বেশি সময়ে, যে সময়ে আমি পাঁচটি বিধানসভা এবং দুটি সংসদীয় নির্বাচন, যা আমি বিগত সময়ে লড়েছি এবং দৃষ্টান্তমূলক ব্যবধানে তার সবকটিতেই জিতেছি, এবং পার্টি সংগঠনে এবং রাজ্য ও কেন্দ্রের সরকারগুলিতে অনেক মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছি এবার আমার শিকড়ে ফিরে যাচ্ছি।” নিজের এই পোষ্টে তিনি চিকিৎসা ক্ষেত্রে ফিরে যাবার ইঙ্গিত দিয়েছেন।
১৯৯৩ সালে প্রথমবার দিল্লি বিধানসভার কৃষ্ণা নগর কেন্দ্র থেকে বিজয়ী হন হর্ষ বর্ধন। একই কেন্দ্র থেকে ১৯৯৮, ২০০৩, ২০০৮ এবং ২০১৩ সালে তিনি নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি দিল্লির চাঁদনী চক কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। ২০১৯-এও একই কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি মন্ত্রীসভাতেই তিনি মন্ত্রী ছিলেন। ২০২১ সালের ৭ জুলাই তিনি মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন