

দেশ জুড়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা। মঙ্গলবার সকাল ৮টা থেকে এই গণনা শুরু হয়েছে। রাজ্যের ক্ষেত্রে লোকসভার পাশাপাশি দুই বিধানসভা উপনির্বাচনের ভোটগণনাও এদিন হবে। প্রথম দফায় হবে পোস্টাল ব্যালটের গণনা।
এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনার যে প্রবণতা সামনে এসেছে তাতে ১৪৪ আসনে এগিয়ে এনডিএ শিবির এবং ১১৫ আসনে এগিয়ে ইন্ডিয়া শিবির।
রাজ্যের নিরিখে এখনও পর্যন্ত পোস্টাল ব্যালট গণনায় কলকাতা উত্তর কেন্দ্রে এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। বোলপুর এবং বীরভূমে এগিয়ে বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত পোস্টাল ব্যালট গণনায় তৃণমূল ১১ এবং বিজেপি ১৬ আসনে এগিয়ে। বাম কংগ্রেস জোট এগিয়ে ১ আসনে।
পোস্টাল ব্যালটের গণনায় মুর্শিদাবাদে এগিয়ে মহম্মদ সেলিম। ডায়মন্ডহারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে এগিয়ে সায়নী ঘোষ। ঝাড়গ্রামে এগিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। কৃষ্ণনগরে এগিয়ে অমৃতা রায় এবং দমদমে এগিয়ে শীলভদ্র দত্ত। বনগাঁয় এগিয়ে শান্তনু ঠাকুর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন