

অষ্টাদশ লোকসভা নির্বাচনে সোমবার চতুর্থ দফার ভোট। পশ্চিমবঙ্গের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে - বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজ্যে নির্বাচন কমিশনের খাতায় অভিযোগের পাহাড় এসে জমা পড়েছে। কমিশনের কাছে মোট ১,০৮৮টি অভিযোগ জমা পড়েছে।
যদিও কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। তবে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে NGRS, সিভিজিল, CMS পোর্টাল এবং মেইল মারফত একাধিক অভিযোগ জমা হচ্ছে। সকাল ১১ টা পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা :- ১০৮৮ টি
দলগত ভাবে অভিযোগ রয়েছে ১৩৯টি। তার মধ্যে সিপিআইএম-এর অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি। কমিশন সূত্রে খবর, চার ঘণ্টায় সিপিআইএম ৭২টি, কংগ্রেস ৬০টি অভিযোগ করেছে। এই সময়ের মধ্যে বিজেপি ৬টি এবং তৃণমূল মাত্র ১টি অভিযোগ জানিয়েছে কমিশনে।
লোকসভা কেন্দ্রের হিসেবে সবথেকে বেশি অভিযোগ করা হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে, ২০৯ টি। নদিয়ার দুই কেন্দ্র কৃষ্ণনগর এবং রানাঘাট থেকে মোট অভিযোগ এসেছে ৩৩১ টি। বর্ধমান-পূর্ব ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ৩০৮ টি। আসানসোল লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ১১২ টি। বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ ১২৮ টি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন