
শুক্রবার ২৬ এপ্রিল অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোট নেওয়া শুরু হবে সকাল ৭টায় এবং চলবে বিকেল ৫টা পর্যন্ত। আজ লড়াইয়ের ময়দানে আছেন বিদায়ী লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনী, এইচ ডি কুমারস্বামী সহ একাধিক হেভিওয়েট প্রার্থী।
শুক্রবারের ভোটে সিপিআইএম-এর উল্লেখযোগ্য তিন প্রার্থী লড়াইয়ের ময়দানে আছেন। তাঁরা হলেন কেরালার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা (ভাদাকারা) এবং টমাস আইজ্যাক (পথনমথিট্টা)। দলের পলিটব্যুরো সদস্য এ বিজয়রাঘবন প্রার্থী পালাক্কাড় আসনে। আজ কেরালার ২০টি লোকসভা আসনে ভোটগ্রহণ।
২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ রাখতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ১২১০ জন প্রার্থী লড়বেন দ্বিতীয় দফায়। মনোনয়ন জমা পড়েছিল ২৬৩৩টি।
৮৯ কেন্দ্রের মধ্যে আসামের ৫টি কেন্দ্র, বিহারের ৫টি, ছত্তিশগড়ের ৩টি, পশ্চিমবঙ্গের ৩টি, জম্মু ও কাশ্মীরের ১টি, কর্ণাটকের ১৪টি, কেরালার ২০টি আসন, মধ্যপ্রদেশের ৭টি আসন, মহারাষ্ট্রের ৮টি আসন, মণিপুরের ১টি, রাজস্থানের ১৩টি, ত্রিপুরার ১টি এবং উত্তরপ্রদেশের ৮টি আসনে নির্বাচন হবে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন