Jharkhand Polls 24: ঝাড়খন্ডে এনডিএ-র আসন সমঝোতা চূড়ান্ত, কার ভাগে কত আসন?

People's Reporter: রাঁচিতে দলীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যাকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ঝাড়খন্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাঁচিতে এনডিএ-র সাংবাদিক সম্মেলন
রাঁচিতে এনডিএ-র সাংবাদিক সম্মেলন ছবি বিজেপি ঝাড়খন্ড এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত
Published on

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত করে ফেললো এনডিএ শিবির। যে সমঝোতা অনুসারে ৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ৬৮ আসনে লড়বে বিজেপি। বাকি ১৩ আসনের মধ্যে অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু) লড়াই করবে ১০ আসনে, ২ আসনে নীতিশ কুমারের জেডিইউ এবং ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)। যদিও জিতন রাম মাঝির হিন্দুস্থান আওয়ামী মোর্চা (সেকুলার)-কে কোনও আসন ছাড়া হয়নি।

শুক্রবার রাঁচিতে দলীয় কার্যালয় থেকে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যাকে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ঝাড়খন্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, ঝাড়খন্ড বিজেপি রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি, আজসু সভাপতি সুদেশ মাহাতো।

এনডিএ শিবিরের আসন সমঝোতা অনুসারে এলজেপি (আরভি)-কে ছাড়া হয়েছে ছাতরা আসন। অন্যদিকে তামার এবং জামশেদপুর পশ্চিম আসন ছাড়া হয়েছে জেডিইউ-কে। আজসু প্রতিদ্বন্দ্বিতা করবে সিল্লি, রামগড়, গোমিয়া, ইছাগড়, মান্ডু, জুগশলাই, ডুমড়ি, পাকুড়, লোহারডাগা এবং মনোহরপুর আসনে।

গতকালের সাংবাদিক সম্মেলনে আসন রফা সূত্র ঘোষণা করলেও এখনও পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি এনডিএ শিবির। এই প্রসঙ্গে হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন আগামী দু-এক দিনের মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির পক্ষ থেকে ঝাড়খন্ড এবং মহারাষ্ট্রের প্রার্থী তালিকা ঘোষিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ২৩ নভেম্বর। গতকাল ১৮ অক্টোবর থেকেই প্রথম দফার মনোনয়ন জমা দেবার কাজ শুরু হয়েছে।

রাঁচিতে এনডিএ-র সাংবাদিক সম্মেলন
Jharkhand: আরএসএস-বিজেপি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে - অভিযোগ হেমন্ত সোরেনের
রাঁচিতে এনডিএ-র সাংবাদিক সম্মেলন
By Poll WB: রাজ্যের ৬ আসনের উপনির্বাচনে পাল্লা ভারী শাসক তৃণমূলেরই, আজ বৈঠকে বামফ্রন্ট

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in