Jharkhand Polls 24: সরকার ফেলা, বিধায়ক কেনায় বিশ্বাসী মোদী - ঝাড়খন্ডে বিজেপিকে কড়া আক্রমণ খাড়গের

People's Reporter: সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি কড়া ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন এবং বলেন, প্রধানমন্ত্রী বিধায়কদের ছাগলের মত কিনতে পছন্দ করেন।
ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেছবি আইএনসি এক্স হ্যান্ডেল ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

ঝাড়খন্ডের রাঁচিতে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকাঅর্জুন খাড়গে। সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সভাপতি কড়া ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন এবং বলেন, প্রধানমন্ত্রী বিধায়কদের ছাগলের মত কিনতে পছন্দ করেন।

এদিন খাড়গে বলেন, মোদীজী নির্বাচিত সরকার ফেলে দেবার নীতিতে বিশ্বাস করেন। তিনি বিধায়ক কিনে নেন। তাঁর কাজ হল বিধায়কদের গোরু ছাগলের মত নিজের কাছে রাখা, তাঁদের খেতে দেওয়া এবং পরে তাঁদের খেয়ে নেওয়া (“উনকা কাম এমএলএ-স কো বকরি কে জ্যায়সা আপনে পাস রাখ লেনা, পালনা আউর ফির বাদ মে কাট কর খা লেনা”)। এটাই হল তাঁর স্বরূপ।

এদিনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও রেহাই দেননি কংগ্রেস সভাপতি। তাঁকে উদ্দেশ্য করে খাড়গে বলেন, মোদী এবং শাহ আদানি এবং আম্বানীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন। তিনি বলেন, চারজন মিলে দেশ চালাচ্ছেন। মোদী, শাহ, আদানি এবং আম্বানি। অন্যদিকে রাহুল গান্ধী এবং আমি সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াই চালাচ্ছি।

প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ইডি, সিবিআই-এর অপব্যবহারের অভিযোগ আনেন খাড়গে। তিনি বলেন, বিরোধীদের ওপর বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা ভীত নই। আমরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মণিপুর যেতে ভয় পান। আমি তাঁকে মণিপুর যেতে বলছি। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী একজন স্বভাবসিদ্ধ মিথ্যাবাদী, যিনি কখনও তাঁর প্রতিশ্রুতি পূরণ করেন না। গুজরাটে কি কোনও সুদিন এসেছে? আমরা তাঁকে ২৫ বছর ধরে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে সহ্য করেছি। যারা মহিলা এবং আদিবাসীদের সঙ্গে প্রবঞ্চনা করেন উনি তাঁদের সমর্থন করেন।  

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে আক্রমণ করে এদিন কংগ্রেস সভাপতি বলেন, যোগীজী যেভাবে কথা বলেন একজন প্রকৃত যোগী কখনও সেভাবে কথা বলবেনা। তাঁর ভাষা সন্ত্রাসবাদীদের মত। তিনি একটি মঠের প্রধান, গেরুয়া বস্ন পরেন, কিন্তু তাঁর মুখে রাম বগলে ছুরি।

আগামী ১৩ এবং ২০ নভেম্বর ৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভার নির্বাচন। ১৩ তারিখ প্রথম দফায় ভোটগ্রহণ হবে ৪৩ কেন্দ্রে এবং ২০ তারিখ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৩৮ কেন্দ্রে। ভোটগণনা হবে ২৩ নভেম্বর।

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Maharashtra Polls: দলবিরোধী কাজ! নির্বাচনের আগে ২২ নেতাকে ৬ বছরের জন্য সাসপেন্ড মহারাষ্ট্র কংগ্রেসের
ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে
Maharashtra Polls 24: বিজেপি ও তার শরিকরা দুর্নীতিতে ডুবে রয়েছে - সুপ্রিয়া সুলে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in