নির্বাচনী প্রচারে হেমন্ত সোরেন
নির্বাচনী প্রচারে হেমন্ত সোরেনছবি হেমন্ত সোরেনের এক্স হ্যান্ডেল থেকে সংগৃহীত

Jharkhand Polls 24: বিজেপি ঝাড়খণ্ডে ‘মাটি, বেটি এবং রোটি’-র জন্য কিছু করেনি - হেমন্ত সোরেন

People's Reporter: হেমন্ত সোরেন আরও বলেন, ওরা এখানে মাটি বেটি রোটির কথা বলে ছত্তিশগড়ে হাঁসদেও জঙ্গল নিজেদের বন্ধুদের হাতে তুলে দিয়েছে এবং আদিবাসীদের জঙ্গল থেকে তাড়িয়ে দিচ্ছে।
Published on

ঝাড়খন্ড জুড়ে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির বিষ ছড়াচ্ছে। বিজেপি রাজনৈতিক লাভের জন্য এক নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে তাদের এজেন্ডা তৈরি করেছে। বৃহস্পতিবার ঝাড়খন্ডে এক নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন।

এদিন ঝাড়খন্ডের খুন্তি জেলায় এক নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন হেমন্ত সোরেন। ওই সমাবেশে জেএমএম নেতা বলেন, বিজেপি এই রাজ্যে ‘মাটি, বেটি এবং রোটি’-র জন্য কিছু করেনি। সোরেনের অভিযোগ, বিজেপির শুধুমাত্র নজর ঝাড়খন্ডের টাকা এবং খনিজ সম্পদে।

উল্লেখ্য, ঝাড়খন্ডের নির্বাচনী প্রচারে বিজেপি নেতৃত্ব বারবার বলছেন, রাজ্যের মাটি বেটি রোটি শুধুমাত্র বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য বিপদের মুখে।

এদিনের জনসভায় ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করে হেমন্ত সোরেন বলেন, তিনি বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কথা তাঁর প্রচারে তুলে আনছেন। কিন্তু একবারও মণিপুরে আদিবাসী মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই বিষয় মুখে আনছেন না। ওরা আমাদের মধ্যে শুধু সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে।

হেমন্ত সোরেন আরও বলেন, ওরা এখানে মাটি বেটি রোটির কথা বলে ছত্তিশগড়ে হাঁসদেও জঙ্গল নিজেদের বন্ধুদের হাতে তুলে দিয়েছে এবং আদিবাসীদের জঙ্গল থেকে তাড়িয়ে দিচ্ছে। সোরেনের দাবি, বিজেপির ঝাড়খন্ডের জল জমি জঙ্গলের দখল চায় এবং আদিবাসীদের বাস্তুচ্যুত করতে চায়।

তিনি আরও বলেন, বিজেপি শুধু মিথ্যে বলে। ওরা প্রতিশ্রুতি দিচ্ছে ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেবে। আমাদের প্রশ্ন, ওরা কি আসাম, ছত্তিশগড় অথবা বিহারে ওই টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে? ওরা সবাই নিঃশব্দে সাধারণ মানুষের পকেট থেকে টাকা সরাচ্ছে।

৮১ আসন বিশিষ্ট ঝাড়খন্ড বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ এবং ২০ নভেম্বর। ২৩ নভেম্বর ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।

নির্বাচনী প্রচারে হেমন্ত সোরেন
Jharkhand Polls 24: ঝাড়খণ্ডে ফের জেএমএম শিবিরে ভাঙন, হেমন্ত সোরেনের প্রস্তাবকের বিজেপিতে যোগ
নির্বাচনী প্রচারে হেমন্ত সোরেন
Jharkhand Polls 24: ঝাড়খন্ডে ইন্ডিয়া মঞ্চে আসন ভাগাভাগি নিয়ে জটিলতা ক্রমশ বাড়ছে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in