

সদ্যসমাপ্ত হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। মঙ্গলবার চলছে দেশজুড়ে ভোট গণনা। এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে বিশ্বে এক নয়া রেকর্ড তৈরি করল ভারতীয় নারীশক্তি। ইউরোপের তিন মহাশক্তিধর দেশের মোট জনসংখ্যাকেও টপকে গেল ভারতের মহিলা ভোটারদের সংখ্যা। পাশাপাশি, ২০১৯ –এর নির্বাচনকে পিছিয়ে দিয়েছে অষ্টাদশ লোকসভা ভোট।
সোমবার সাংবাদিক সম্মেলনে গোটা নির্বাচনের পরিসংখ্যান বলতে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানান, ২০২৪ লোকসভা নির্বাচনে মোট ৬৪.২ কোটি মানুষ ভোট দিয়েছেন। তার মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা ৩১ কোটি। গোটা বিশ্বের কোনও নির্বাচনে এত মানুষের ভোট দেওয়ার নজির নেই বলে জানিয়েছেন কমিশনার।
রাজীব কুমার আরও জানান, সদ্যসমাপ্ত নির্বাচনে ভারতীয় ভোটদানের সংখ্যা জি-৭ সদস্য দেশগুলোর মোট ভোটারদের দেড়গুণ বেশি। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের ভোটারদের থেকেও এই সংখ্যাটা আড়াইগুণ বেশি। যদি ভোটার তালিকার নাম গুণতে হয় তাহলে সেই নজির ছাপিয়ে যাবে বলে মত মুখ্য নির্বাচন আধিকারিকের।
উল্লেখ্য, ইউরোপের চার মহাশক্তিধর দেশ ব্রিটেন, ইটালি, ফ্রান্স এবং জার্মানির মোট জনসংখ্যা যথাক্রমে ৬ কোটি, ৬ কোটি, ৭ কোটি, ৮ কোটি। আর ভারতের মহিলা ভোটের সংখ্যা ৩১ কোটি। নজির গড়ল ভারতীয় মহিলা ভোটারের সংখ্যা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন