ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের একবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত সোরেন। তার আগে নিয়ম অনুযায়ী, রবিবার ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ারের হাতে নিজের ইস্তফা পত্র তুলে দেন বিদায়ী তথা হবু মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের ইতিহাসে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী ভোটে জিতে পর পর দু’বার মসনদে বসতে চলেছেন।
রবিবার হেমন্ত সোরেন জানান, আগামী ২৮ নভেম্বর, বৃহস্পতিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। রাজ্যপালের সঙ্গে দেখা করে হেমন্ত বলেন, ‘আমি রাজ্যপালের হাতে শরিক দলগুলোর বিধায়কদের স্বাক্ষর সম্বলিত চিঠি তুলে দিয়েছি। উনি আমাদের সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২৮ নভেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।‘
তবে আগামী বৃহস্পতিবার কোথায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সে বিষয়ে কিছু জানান নি হেমন্ত সোরেন বা তাঁর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)। পাশাপাশি, হেমন্তের দ্বিতীয় সরকারে কতজন মন্ত্রী শপথ নেবেন, তাও এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে চলতি বছর জানুয়ারিতে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ইডির হাতে গ্রেফতার হন হেমন্ত সোরেন। পড়ে জামিনে মুক্তি পান তিনি। একাধিক বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিলে এবার ঝাড়খণ্ডে ক্ষমতার বদল হবে। তবে শনিবার ভোট গণনার দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঝাড়খণ্ডে যে দ্বিতীয় বারের জন্য হেমন্ত সোরেন সরকার গড়তে চলেছে, সেই চিত্র কার্যত পরিস্কার হয়ে যায়।
উল্লেখ্য, ঝাড়খণ্ডের ৮১ টি আসনের মধ্যে সরকারি জোট জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএল (লিবারেশন) পেয়েছে ৫৬ টি আসন। অন্যদিকে বিরোধী জোট বিজেপি, আজসু, জেডিইউ এবং এলজেপি (আর) পেয়েছে ২৪ টি আসন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন