Gujarat Assembly Polls 22: গুজরাটে দ্বিতীয় দফায় বেলা ৩টা পর্যন্ত ভোট ৫০.০৩ শতাংশ
সোমবার গুজরাটের ১৪টি জেলার ৯৩টি আসনের জন্য বিধানসভা নির্বাচনের দ্বিতীয় এবং শেষ ধাপে বেলা ৩টে পর্যন্ত ৫০.৩ শতাংশ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বেলা ১টা পর্যন্ত ভোটের হার ছিল ৩৪.৭৪ শতাংশ।
জানা গেছে, দ্বিতীয় দফায় শহরাঞ্চলের তুলনায় গ্রামীণ ও উপজাতীয় অঞ্চলে বেশি ভোট দেওয়ার প্রবণতা ছিল।
এদিনই কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো-র বিরোধিতা করে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হচ্ছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, সবরকাঁথা জেলায় সর্বাধিক ভোটার উপস্থিতি ৩৯.৭৩ শতাংশ, ছোটোদেপুর (৩৮.১৮ শতাংশ), বানসকাঁথা (৩৭.৪৮ শতাংশ), পঞ্চমহল (৩৭.০৮ শতাংশ), মহিসাগর (২৯.৭২ শতাংশ), আহমেদাবাদ (৩০.৮২ শতাংশ) এবং ভাদোদরায় ৩৪.০৭ শতাংশ ভোটদানের খবর পাওয়া গেছে।
ভালসাদ শহরে, আম আদমি পার্টি এবং কংগ্রেসের পোলিং এজেন্টরা ওয়াইফাই সংযোগের মাধ্যমে ইলেকট্রনিক ভোটিং মেশিনের হ্যাকিংয়ের অভিযোগ করেছেন। যদিও এই অভিযোগের বিষয়ে কোনো দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
- with IANS inputs
SUPPORT PEOPLE'S REPORTER
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

