Goa: রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে লড়বে সদ্য NDA ছাড়া গোয়া ফরওয়ার্ড পার্টি

রাহুল গান্ধীর সাথে সাক্ষাতের পর নিজের ট‍্যুইটারে একাধিক পোস্টে রাজ‍্যের বিজেপি সরকারের সমালোচনা করেছেন বিজয় সারদেশাই। রাজ‍্য সরকারকে "দুর্নীতিবাজ, অযোগ্য, অগণতান্ত্রিক" বলে অভিহিত করেছেন তিনি।
রাহুল গান্ধীর সাথে বিজয় সারদেশাই সহ অন্যান্যরা
রাহুল গান্ধীর সাথে বিজয় সারদেশাই সহ অন্যান্যরাছবি বিজয় সারদেশাইয়ের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

গোয়া বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে লড়বে বিজেপি জোটসঙ্গী গোয়া ফরওয়ার্ড পার্টি বা GFP। মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সারদেশাই। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

গোয়ায় বর্তমান ক্ষমতাসীন এনডিএ সরকারের একটি গুরুত্বপূর্ণ জোটসঙ্গী ছিল GFP। ৪০ সদস‍্যের রাজ‍্য বিধানসভায় GFP-র তিনজন বিধায়ক রয়েছেন।

রাহুল গান্ধীর সাথে বৈঠকের সময় বিজয় সারদেশাইয়ের সাথে উপস্থিত ছিলেন রাজ‍্যের নির্দল বিধায়ক প্রসাদ শশিকান্ত গোয়েঙ্কর। রাজ‍্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের নেতৃত্বে বিজেপিকে সমর্থন করেছিলেন তিনি। কিন্তু পারিক্কর অসুস্থ হওয়ার পর সমর্থন তুলে নেন তিনি।

গতমাসে রাজ‍্যে সদ‍্য সংগঠন তৈরি করা তৃণমূল কংগ্রেসের সাথে সাক্ষাৎ করেছিলেন গোয়েঙ্কর। নিজের মত পরিবর্তন করে এবার কংগ্রেসকে সমর্থন করছেন তিনি।

রাহুল গান্ধীর সাথে সাক্ষাতের পর নিজের ট‍্যুইটারে একাধিক পোস্টে রাজ‍্যের বিজেপি সরকারের সমালোচনা করেছেন বিজয় সারদেশাই। রাজ‍্য সরকারকে "দুর্নীতিবাজ, অযোগ্য, অগণতান্ত্রিক" বলে অভিহিত করেছেন তিনি। বিজেপিকে "সাম্প্রদায়িক" এবং "গোয়ান-বিরোধী" বলেও আক্রমণ করেছেন তিনি।

চলতি বছরের এপ্রিল মাসে রাজ‍্য সরকারের "গোয়ান-বিরোধী" নীতির উল্লেখ করে NDA জোট থেকে বেরিয়ে আসে GFP। লিনিয়ার প্রকল্প, মহাদয়ি নদীর জল বিতরণ সহ একাধিক ইস‍্যুতে রাজ‍্য সরকার ব‍্যর্থ বলে অভিযোগ করেছিল দলটি।

রাহুল গান্ধীর সাথে বিজয় সারদেশাই সহ অন্যান্যরা
Survey: পাঁচ ভোটমুখী রাজ্যের ৩১.৮% কেন্দ্রীয় সরকারের কাজে সন্তুষ্ট নন - সমীক্ষা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in