

তেলেঙ্গানা হাত ছাড়া হতে চলেছে কেসিআরের! তেমনই ইঙ্গিত মিললো ABP News এবং CVoter-এর যৌথ সমীক্ষায়। সমীক্ষা অনুযায়ী, কেসিআরের ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএস-কে হারিয়ে সিংহাসনে বসতে পারে কংগ্রেস।
সোমবার পাঁচটি রাজ্য - মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরামের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৭ নভেম্বর শুরু হবে ভোটগ্রহণ এবং শেষ হবে ৩০ নভেম্বরের মধ্যে। দিনক্ষণ ঘোষণার পর সোমবার রাতেই ওপিনিয়ন পোলের রেসাল্ট প্রকাশ করেছে ABP News-CVoter। ৩০ নভেম্বর তেলেঙ্গানায় নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ৫ রাজ্যেই ফলাফল প্রকাশিত হবে ৩ ডিসেম্বর।
সমীক্ষা অনুযায়ী, ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেতে পারে ৪৮ থেকে ৬০টি আসন। ক্ষমতাসীন বিআরএসের দখলে যেতে পারে ৪৩ থেকে ৫৫ টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১১ টি আসন।
কংগ্রেস ও বিজেপি উভয় বিরোধী দলেরই ভোট শতাংশ বেড়েছে। সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস পেতে পারে ৩৮.৮ শতাংশ ভোট এবং পদ্ম শিবিরের দখলে যেতে পারে ১৬.৩ শতাংশ ভোট। অন্যদিকে ভারতীয় রাষ্ট্র সমিতির ভোট ৪৬.৯ শতাংশ থেকে কমে হতে পারে ৩৭.৫ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ৭.৪ শতাংশ ভোট। ১১ হাজার ৯২৮ জন ভোটদাতাকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে।
২০১৮ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ১৯টি (২৮.৩ % ভোট) আসন এবং বিজেপি পেয়েছিল মাত্র ১টি (৭% ভোট) আসন। ৮৮টি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল কেসিআরের বিআরএস, যা সেইসময় তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি নামে পরিচিত ছিল।
উল্লেখ্য, সম্প্রতি বিআরএসের একাধিক হেভিওয়েট নেতা দল ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। এর ফলে কংগ্রেসের ক্ষমতা দখলের রাস্তা অনেকটাই মজবুত হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন