Lok Sabha Polls 24: চতুর্থ দফার ভোটে বাংলার সবচেয়ে ধনী প্রার্থী কৃষ্ণনগরের ‘রানিমা’, দ্বিতীয় কে?
আগামী ১৩ মে চতুর্থ দফায় রাজ্যের আট আসনে নির্বাচন। আট আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭৫ জন প্রার্থী। ইতিমধ্যে সকলেই জমা দিয়েছেন মনোনয়ন পত্র। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৭৫ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকার উপরে। আর যার মধ্যে শীর্ষে রয়েছেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা সিং।
কৃষ্ণনগরের এবার বিজেপি প্রার্থী অমৃতা সিং। গত সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে নিজের মনোনয়ন পত্র জমা দেন রানিমা অমৃতা সিং। নির্বাচনী হলফনামা অনুযায়ী, ৫৫৪ কোটিরও বেশি সম্পত্তির অধিকারী তাঁর পরিবার। যদিও সমস্ত স্থাবর সম্পত্তি কৃষ্ণনগরের রাজপরিবারের বলে দাবি মনোনয়নে দাবি করেছেন তিনি। যেগুলি সমস্ত তাঁর স্বামীর নামে রয়েছে। সবমিলিয়ে ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকার সম্পত্তি তাঁর স্বামীর নামে রয়েছে।
হলফনামা অনুযায়ী, রানিমার স্বামী সৌমেন্দ্র চন্দ্র রায়ের নামে নদীয়া জেলায় প্রায় ৩০ একর জমিতে ১৯টি প্লট রয়েছে। পাশাপাশি কলকাতায় ১.৩২ একর জমি রয়েছে। সবমিলিয়ে রানিমার স্বামীর নামে ৩১.৪ একর জমি রয়েছে। যার বাজার মূল্য ২৩৪ কোটি ৭৯ লক্ষ ৬ হাজার ৬২৭টাকা। কৃষ্ণনগরের রাজবাড়ির মূল্য ৩১৯ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৬৭০ টাকা। হলফনামা অনুযায়ী, রানিমার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৬৮ হাজার ৭৪৫ টাকা। সোনার গয়না রয়েছে ৪৫ গ্রাম। রানিমার স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৫২ হাজার টাকা।
কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর পর এই তালিকায় দ্বিতীয় রয়েছেন আসানসোলের তৃণমূলে কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তৃণমূল প্রার্থীর মোট সম্পত্তির পরিমাণ ২১০ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় বহরমপুরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন তারকা ক্রিকেটার ইউসুফ পাঠান। হলফনামা অনুযায়ী, যার মোট সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা।
এডিআরের তথ্য অনুযায়ী, তৃণমূলের সাত জন প্রার্থীর সম্পত্তি ১ কোটি টাকার বেশি। অন্যদিকে, বিজেপির ছ’জন প্রার্থী কোটিপতি। তালিকায় এসইউসিআই, কংগ্রেস ও সিপিআইএমের দুজন করে প্রার্থী রয়েছে। কোটিপতির তালিকায় বিএসপি এবং ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যালিস্ট অ্যাকশন ফোর্সের একজন করে প্রার্থীও রয়েছে।
তবে সম্পত্তির দিক থেকে সবথেকে গরীব প্রার্থী হলেন রাণাঘাটের নির্দল প্রার্থী জগন্নাথ সরকার। যার সম্পত্তির পরিমাণ মাত্র ৩,৫৮৭ টাকা। রাণাঘাটের বিজেপি প্রার্থীর নামও জগন্নাথ সরকার। তিনি ওই কেন্দ্রের বিদায়ী সাংসদও বটে।
এডিআর-এর তথ্য অনুযায়ী, চতুর্থ দফায় বাংলায় নির্বাচনে লড়া মোট প্রার্থীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে চলছে ফৌজিদারি মামলা।
আগামী ১৩ মে চতুর্থ দফার ভোট। নির্বাচন হবে আসানসোল, বহরমপুর, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর, বর্ধমান-দুর্গাপুর, কৃষ্ণনগর এবং রানাঘাট কেন্দ্রে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন