

অবশেষে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। ওই কেন্দ্রে প্রার্থী করা হলো অভিজিৎ দাস (ববি)-কে। তৃণমূলের অভিষেক ব্যানার্জি এবং সিপিআইএম প্রার্থী প্রতীকউর রহমানের সাথে তাঁর মূল লড়াই।
পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে ৪১ টি আসনে অনেক আগেই প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। বাকি ছিল কেবল ডায়মন্ড হারবার কেন্দ্রটি। এই কেন্দ্রে সিপিআইএম, তৃণমূল এমনকি আইএসএফ-ও প্রার্থী ঘোষণা করেছিল অনেক আগেই। এই কেন্দ্র নিয়ে প্রচুর রাজনৈতিক নাটক হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিশেষ করে বিজেপির প্রার্থী নিয়ে।
একসময়ে শোনা যাচ্ছিল ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আবার কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া আইনজীবী কৌস্তুভ বাগচী বা অভিনেতা রুদ্রনীলের নামও শোনা গিয়েছিল। কিন্তু মঙ্গলবার সব জল্পনার অবসান হলো।
অভিজিৎ দাস (ববি) নামটি নতুন নয়। ২০০৯ এবং ২০১৪ লোকসভা নির্বাচনেও ডায়মন্ড হারবারে বিজেপির হয়ে লড়েছিলেন তিনি। ২০০৯ সালে ৩৭ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু জয়ী হয়েছিলেন তৃণমূলের সোমেন মিত্র। ২০১৪ সালে ভোট বেড়েছিল অভিজিৎ দাসের। ২ লক্ষের বেশি ভোট গিয়েছিল তাঁর ঝুলিতে। অর্থাৎ ১৫.৯২ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী।
ডায়মন্ড হারবার কেন্দ্রে নির্বাচন রয়েছে একদম শেষ দফায়। অর্থাৎ ১ জুন। ওই দিন রাজ্যে ডায়মন্ড হারবার কেন্দ্র ছাড়াও নির্বাচন আছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন