
উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড ও মণিপুরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা আজ। পাঁচ রাজ্যের নির্বাচনকে মিনি লোকসভা নির্বাচন হিসেবে দেখছে রাজনৈতিক মহল। ৮টা থেকে ভোটগণনা শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যেই ক্ষমতায় ছিল বিজেপি। পাঞ্জাব ছিল কংগ্রেসের দখলে। এবার কি পালাবদল হবে? সেই দিকে তাকিয়ে গোটা দেশ
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন