Amarinder Singh: নতুন দলের নাম থেকে 'কংগ্রেস'কে বাদ দিতে পারলেন না দলত্যাগী অমরিন্দর সিং

তবে ক‍্যাপ্টেনের দল এখনও ইলেকশন কমিশনের অনুমোদন পায়নি। কমিশনের অনুমোদনের পর দলের প্রতীক ঠিক করা হবে বলে জানিয়েছেন সদ‍্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অমরিন্দর সিং।
ক্যাপ্টেন অমরিন্দর সিং
ক্যাপ্টেন অমরিন্দর সিং ফাইল ছবি, ন্যাশনাল হেরাল্ডের সৌজন্যে
Published on

নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ট‍্যুইটারে দলের নাম জানিয়েছেন তিনি। ওই পোস্টেই কংগ্রেস ছাড়ার কথা জানালেও নিজের পুরনো দলকে যে তিনি ভুলতে পারছেন না তা তাঁর দলের নামেই স্পষ্ট। তাঁর দলের নাম 'পাঞ্জাব লোক কংগ্রেস'।

তবে ক‍্যাপ্টেনের দল এখনও ইলেকশন কমিশনের অনুমোদন পায়নি। কমিশনের অনুমোদনের পর দলের প্রতীক ঠিক করা হবে বলে জানিয়েছেন সদ‍্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া অমরিন্দর সিং।

ট‍্যুইটারে তিনি জানিয়েছেন, "আজ আমি আমার পদত্যাগ পত্র কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীজি কে পাঠিয়েছি। সেখানে আমার পদত‍্যাগের কারণ জানিয়েছি। আমার নতুন দলের নাম 'পাঞ্জাব লোক কংগ্রেস', যা ইলেকশন কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দলীয় প্রতীক পরে অনুমোদন করা হবে।"

প্রসঙ্গত, কংগ্রেস ছাড়ার কথা অনেক আগেই জানিয়েছিলেন অমরিন্দর সিং। নতুন ‌দল তৈরি করে বিজেপির সাথে জোট করার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিজেপির তরফ থেকেও তাঁকে স্বাগত জানানো হয়েছে।

ক্যাপ্টেন অমরিন্দর সিং
Punjab: নতুন দল ঘোষণা শীঘ্রই, বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে সমঝোতার ইঙ্গিত অমরিন্দর সিং-এর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in