Lok Sabha Polls 24: নির্বাচনের আগে বিজেপি প্রার্থীর অফিস থেকে টাকা বিলির অভিযোগ! গ্রেফতার ৫

People's Reporter: নির্বাচন কমিশনের আধিকারিক সূত্রে খবর, বিজেপি প্রার্থীর অফিসে থাকা বেশ কয়েকজন ব্যক্তি তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। হেনস্থা করা হয় তাঁদের।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনছবি - প্রতীকী
Published on

নির্বাচন কমিশনের আধিকারিকদের কাজে বাধা দান ও হেনস্থার অভিযোগে ৩০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগের তদন্তে গিয়েছিলেন ওই আধিকারিকরা। সেখানেই তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। শুক্রবার থানায় অভিযোগ জানান নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের আধিকারিক মাধব ভাঙরে। তিনি জানান, "নির্বাচন সংক্রান্ত অ্যাপ cVIGIL-র মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম। অভিযোগ করা হয় মুলুন্দ শহরের বিপি ক্রস রোডে বিজেপি প্রার্থীর অফিস থেকে টাকা বিলি হচ্ছে। ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দেওয়া হচ্ছিল বলেই অভিযোগ করা হয়। সেই তথ্য ঠিক কিনা তা খতিয়ে দেখতেই ওই অফিসে হানা দিই।"

নির্বাচন কমিশনের আধিকারিক সূত্রে খবর, মুম্বই উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মিহির কোতেহকারের অফিস থেকে ৫০ হাজারেরও বেশি নগদ টাকা উদ্ধার করা হয়। ওই অফিসে থাকা কর্মীরা সেই টাকার হিসেব দিতে পারেননি। কোনও রশিদ দেখাতে পারেননি। জানিয়েছিলেন পরে টাকার নথি দেখাবেন।

মাধব ভাঙরে আরও জানান, বিজেপি প্রার্থীর অফিসে থাকা বেশ কয়েকজন ব্যক্তি তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতেও বাধা দেন। অনেকে আবার টাকা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। হেনস্থা করা হয় তাঁদের।

ওই আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শনিবার ধৃত অভিজিৎ চৌহান, গুরুজ্যোত সিং কির, রোহিত চিকনে, দীনেশ যাদব, প্রতীক কোটক এবং ২৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা (সরকারি কর্মীকে তাঁর দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য হামলা চালানো বা হেনস্থা করা) এবং ৩৩২ (সরকারি কর্মীকে দায়িত্ব থেকে বিরত রাখতে স্বেচ্ছায় আঘাত করা) ধারায় মামলা রুজু হয়েছে। এই পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। জানানো হয়, কোথাও কোনো টাকা বিলি করা হয়নি। বিজেপির ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সমস্ত ভুয়ো অভিযোগ করা হচ্ছে।

নির্বাচন কমিশন
খড়্গপুরে মোদীর সভার পরই উদ্ধার লক্ষ লক্ষ টাকা! ওই টাকা তাঁদের, দাবি বিজেপির! ভোটের মুখে সরগরম এলাকা
নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: ধারাবাহিক ভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন মোদী ও BJP নেতৃত্ব - কমিশনে CPIM

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in