INDIA: ‘মহাজোটের আহ্বায়ক নির্বাচন নয়, বিজেপিকে হারানোই আমাদের প্রধান লক্ষ্য’, সাফ জানালেন লালু যাদব

"এখন দেশ থেকে বিজেপিকে সরানোটাই আমাদের সবচেয়ে বড় লড়াই। এই মুহূর্তে এর থেকে বেশি প্রয়োজনীয় আর কিছুই নয়", জানালেন লালু।
বিজেপি বিরোধী মহাজোট INDIA-র বৈঠক
বিজেপি বিরোধী মহাজোট INDIA-র বৈঠকফাইল ছবি
Published on

আর এক সপ্তাহ পরেই হবে দেশের বিজেপি বিরোধী মহাজোট INDIA-এর তৃতীয় বৈঠক। সেই বৈঠকেই এই মহাজোটের জাতীয় আহ্বায়ক নির্বাচন করা হবে। কিন্তু তার আগে মহাজোটের আহ্বায়ক নির্বাচনের চেয়ে আগামী লোকসভা ভোটে বিজেপিকে ক্ষমতাচ্যুত করাই বেশি প্রয়োজন বলে সাফ জানালেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। মঙ্গলবার বিহারের গোপালগঞ্জ জেলার ফুলওয়ারিয়া গ্রামে গিয়ে সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমের সামনে এই মন্তব্য করেন লালু।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রের বিজেপি সরকারকে গদিচ্যুত করতে রাজ্য পর্যায়ের সমস্ত রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে এক ছাতার তলায় এসেছে দেশের ২৫টিরও বেশি বিজেপি বিরোধী দল। গঠিত হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA) নামের মহাজোট। ইতিমধ্যেই পাটনা ও ব্যাঙ্গালুরুতে দুটি বৈঠক সেরে ফেলেছেন মহাজোটের শরীকরা। কিন্তু এই বিরোধী শক্তির আহ্বায়ক কাকে করা হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে লালু এদিন স্পষ্ট জানালেন, “আহ্বায়ক নির্বাচন অতটা গুরুত্বপূর্ণ নয়। সেটা যে কেউ হতে পারেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার থেকে শুরু করে যে কেউ এই পদের দায়িত্ব পেতে পারেন। কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো।”

প্রাক্তন রেলমন্ত্রী এদিন জানিয়েছেন, “ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতার গদি থেকে সরাতেই আমরা একসঙ্গে হয়েছি। এখন দেশ থেকে বিজেপিকে সরানোটাই আমাদের সবচেয়ে বড় লড়াই। এই মুহূর্তে এর থেকে বেশি প্রয়োজনীয় আর কিছুই নয়।”

তবে লালু মহাজোটের আহ্বায়ক হিসেবে নীতিশ কুমারের নাম নিলেও গত মাসে ব্যাঙ্গালুরুতে INDIA-এর দ্বিতীয় বৈঠকের পর জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ নিজেই সাফ জানিয়ে দিয়েছিলেন, “বিরোধী জোটের আহ্বায়ক হওয়ার কোনও ইচ্ছা আমার নেই। আমার একমাত্র লক্ষ্য, বিজেপিকে হারানোর জন্য সমস্ত বিরোধী দলকে একত্রিত করা।” পাশাপাশি, এতদিন বিরোধী মহাজোটের একজনই জাতীয় আহ্বায়ক হওয়ার কথা শোনা গেলেও, এদিন লালু প্রতিটি রাজ্যের জন্য একজন করে আহ্বায়ক নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন।

বিজেপি বিরোধী মহাজোট INDIA-র বৈঠক
INDIA: ইন্ডিয়া মঞ্চের সিদ্ধান্ত বঙ্গে কার্যকরী নয়; লোকসভা ভোটে তৃণমূল-বিজেপির বিরুদ্ধেই লড়বে CPIM
বিজেপি বিরোধী মহাজোট INDIA-র বৈঠক
I-N-D-I-A: দিল্লিতে আপকে আসন ছাড়বে না রাহুলরা! কংগ্রেস নেত্রীর মন্তব্যে বিরোধী জোটে চাপানউতোর

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in