Punjab: ছ'দিনেই মোহভঙ্গ, বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন পাঞ্জাবের বিধায়ক

তবে বলবিন্দর সিং লাড্ডির ট‍্যুইটার টাইমলাইনে এখনও তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ছবি রয়েছে, যেখানে তাঁকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয়‌ মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত।
বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন বলবিন্দর সিং লাড্ডি
বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন বলবিন্দর সিং লাড্ডিছবি সৌজন্যে ট্যুইটার
Published on

ছ'দিনেই নিজের 'ভুল' বুঝতে পারলেন পাঞ্জাবের বিধায়ক বলবিন্দর সিং লাড্ডি। বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে প্রত‍্যাবর্তন করলেন তিনি। ২৮ ডিসেম্বর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। গতরাতে প্রদেশ কংগ্রেস ইনচার্জ হরিশ চৌধুরী এবং ডেপুটি মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রান্ধাওয়ার উপস্থিতিতে কংগ্রেসে যোগদান করেন শ্রী হরগোবিন্দপুরের বিধায়ক বলবিন্দর সিং লাড্ডি।

তবে বলবিন্দর সিং লাড্ডির ট‍্যুইটার টাইমলাইনে এখনও তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ছবি রয়েছে, যেখানে তাঁকে স্বাগত জানাচ্ছেন কেন্দ্রীয়‌ মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত। ওইদিন বলবিন্দর সিং লাড্ডির সাথে আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। যদিও তাঁরা পুরনো দলে ফেরেননি।

আর কয়েক মাস পরে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা ক‍্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সাথে জোট করেছে বিজেপি। অন‍্যদিকে পাঞ্জাবে বিজেপির দীর্ঘদিনের জোটসঙ্গী আকালি শিরোমণি দল এবার পৃথক ভাবে লড়বে। ২২টি কৃষক সংগঠনের তৈরি রাজনৈতিক দলও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন বলবিন্দর সিং লাড্ডি
Goa: 'বিজেপির চেয়েও বেশি সাম্প্রদায়িক', ৩ মাসের মধ্যেই তৃণমূল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in