Mizoram polls: ৬৪.৪ শতাংশ প্রার্থীই কোটিপতি, ৬৯ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী আপ প্রার্থী

People's Reporter: কমিশনের কাছে জমা পড়া হলফনামা থেকেই জানা গিয়েছে, মিজোরামের ১৭৪ জন প্রার্থীর মধ্যে মোট ১১২ জন প্রার্থীই কোটিপতি।
Mizoram polls: ৬৪.৪ শতাংশ প্রার্থীই কোটিপতি, ৬৯ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী আপ প্রার্থী
প্রতীকী ছবি
Published on

মিজোরামের ১৭৪ জন প্রার্থীর মধ্যে ১১২ জন প্রার্থীই কোটিপতি! আগামী ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে স্থায়ী ও অস্থায়ী সম্পত্তির হিসেব জমা দিয়েছেন ১৭৪ জন প্রার্থীরা। সেই হলফনামা থেকেই জানা গিয়েছে, মিজোরামের ১৭৪ জন প্রার্থীর মধ্যে মোট ১১২ জন প্রার্থীই কোটিপতি। অর্থাৎ ৬৪.৪ শতাংশ প্রার্থীই নূন্যতম ১ কোটি টাকার সম্পত্তির কথা ঘোষণা করেছেন।  

হলফনামা অনুযায়ী, মিজোরামের বিধানসভা নির্বাচনে সবচেয়ে ধনী ব্যক্তি আম আদমি পার্টির রাজ্য সভাপতি অ্যান্ড্রু লালরেমকিমা পাচুওয়াও। তিনি আইজল উত্তর-৩ কেন্দ্রের প্রার্থী। কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় নিজের ৬৮.৯৩ কোটি টাকার সম্পত্তির পরিমাণের কথা জানিয়েছেন তিনি।

আপ প্রার্থী অ্যান্ড্রু লালরেমকিমার পরেই মিজোরাম বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধনী প্রার্থী কংগ্রেসের আর ভানলাল্টলুয়াঙ্গা। হলফনামা অনুযায়ী তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৫৫.৬ কোটি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জোরাম পিউপলস মুভমেন্ট দলের চাম্পহাই কেন্দ্রের প্রার্থী এইচ গিনজালালা। কমিশনের কাছে তিনি মোট ৩৬.৯ কোটি টাকার সম্পত্তির কথা জানিয়েছেন। হলফনামায় প্রত্যেক প্রার্থীই তাঁদের আয়ের প্রধান উৎস হিসেবে ব্যবসার কথা বলেছেন।

অন্যদিকে, মাত্র ১৫০০ টাকার অস্থায়ী সম্পত্তি নিয়ে মিজোরাম বিধানসভা নির্বাচনের সবচেয়ে ‘গরীব’ প্রার্থী রাম্লুন-এডেনা। সেরছিপ কেন্দ্রের একজন নির্দল প্রার্থী হিসেবে তিনি নির্বাচনের ময়দানে নেমেছেন।

MNF-এর সভাপতি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সম্পত্তির পরিমাণ ৫ কোটি টাকা।

আবার, রাজ্যের মাত্র ১৬ জন মহিলা প্রার্থীদের মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী মেরিয়াম এল. হ্রাংচাল। লুংলেই দক্ষিণ কেন্দ্রের ওই কংগ্রেস প্রার্থী মোট সম্পত্তির পরিমাণ ১৮.৬৩ কোটি।

Mizoram polls: ৬৪.৪ শতাংশ প্রার্থীই কোটিপতি, ৬৯ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী আপ প্রার্থী
Qatar: ইজরায়েলের গুপ্তচর! ভারতের ৮ প্রাক্তন নৌসেনা কর্তাকে প্রাণদণ্ড দিল কাতার, 'বিস্মিত' দিল্লি

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in