UK: বার্কশায়ারের স্লাউ শহরে 'আড্ডা'র উদ্যোগে বাউল ও লোকসংস্কৃতি উৎসব

এবারের মূল আকর্ষণ ছিল বাউল ও লোকসংস্কৃতি উৎসব। উৎসব উপলক্ষ্যে বিখ্যাত বাউল গায়ক বাবু ফকির, কোক স্টুডিও খ্যাত ভাটিয়ালি গায়ক সৌরভ মণি এবং বর্ধমানের ডোকরা শিল্পী শুভ কর্মকার কলকাতা থেকে লন্ডন এসেছিলেন।
আড্ডার অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সদস্য এবং শিল্পীরা
আড্ডার অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সদস্য এবং শিল্পীরাছবি প্রসেনজিৎ ভট্টাচার্য

২০২২ আড্ডার দশম পূর্তি। ২০১২ সালে মূলত বাঙালিদের উদ্যোগে বার্কশায়ারের স্লাউ শহরে যে সংগঠনের জন্ম। এবছর আড্ডা বর্ষব্যাপী দশটি অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার দশম বর্ষ পূর্তি পালন করতে উদ্যোগী হয়েছিল। সরস্বতী পূজার মাধ্যমে যে উৎসবের সূচনা হয়েছিল তা শেষ হল কালীপুজোতে। যদিও আড্ডার কালীপুজো শুরু হয় ২০১৫ সালে। সেই হিসেবে এবার আড্ডার কালীপুজোর সপ্তম বর্ষপূর্তি।

আড্ডার কালীপূজা বিখ্যাত তার ঐতিহ্যপূর্ণ পূজা আয়োজনের জন্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোভনীয় বাঙালী খাওয়া দাওয়ার জন্য। যার মধ্যে থাকে ভোগে নিরামিষ মাংস, শীতকালীন মিষ্টি যেমন গুড়ের রসগোল্লা, সন্দেশ ও গুড়ের পায়েস। সঙ্গে দৃষ্টিনন্দন আতসবাজি প্রদর্শনী তো আছেই। আড্ডার ঐতিহ্য মেনেই এবছরও পালিত হয়েছে সবকিছুই।

যদিও এবারের কালীপূজোর মূল আকর্ষণ ছিল বাউল ও লোকসংস্কৃতি উৎসব। এই উৎসব উপলক্ষ্যে বিখ্যাত বাউল গায়ক বাবু ফকির, কোক স্টুডিও খ্যাত ভাটিয়ালি গায়ক সৌরভ মণি এবং বর্ধমানের ডোকরা শিল্পী শুভ কর্মকার কলকাতা থেকে লন্ডন এসেছিলেন। সহযোগিতায় পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প বিভাগের Regional Craft and Cultural Hubs project এবং UNESCO। এবারে UNESCO, পশ্চিমবঙ্গ সরকার, আড্ডা ও সংস্কৃতির এই উদ্যোগ বিলেতের জনমানসে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

এছাড়াও আড্ডার দশ বছর পূর্তিতে এবছর স্বনামধন্য গায়ক পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অঞ্জন দত্ত এসেছিলেন। আড্ডা ছাড়াও যুক্তরাজ্যের আরেক স্বনামধন্য রেডিংয়ের সংস্কৃতি কালীপূজোর লোকসংস্কৃতি উৎসবে এই শিল্পীরা অংশগ্রহণ করেছেন ২৪ শে অক্টোবর।

বিলেতে বাংলা সাংস্কৃতিক সংস্থা হিসাবে ‘সংস্কৃতি’র যাত্রাশুরু ২০০৭ সালে। প্রতি গ্রীষ্মে সঙ্গীতোৎসব এবং শরতে কালীপূজার জন্য সংস্কৃতি বিখ্যাত। এখনো পর্যন্ত সংস্কৃতির সঙ্গীতোৎসবে এসেছেন কবীর সুমন, লোপামুদ্রা মিত্র, সৌরেন্দ্র ও সৌম্যজিৎ জুটি এবং দোহার। এবছর এসেছিলেন ইমন চক্রবর্তী।

এছাড়াও সংস্কৃতি ভারতের সংস্থা ‘স্বাধীনা’র সাথে মিলে বাংলা ও ঝাড়খণ্ডে অন্ত্যজ শ্রেণীর মহিলাদের মধ্যে লেখাপড়ায়ও এগিয়ে যেতে সাহায্য করে।

আড্ডার অনুষ্ঠানে উপস্থিত সংস্থার সদস্য এবং শিল্পীরা
Salman Rushdie: হামলার জেরে দৃষ্টিশক্তি ও হাতের শক্তি হারালেন লেখক সালমান রুশদি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in