Tamilnadu: থেনির মন্দির থেকে ৪০০ বছরের পুরনো নায়েক-যুগের শিলালিপি আবিষ্কার

প্রত্নতাত্ত্বিকভাবে মূল্যবান উপাদানটি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, আর. প্রিয়া এবং এস. রাজাগোপাল এবং কয়েকজন ছাত্রের দ্বারা আবিষ্কৃত হয়েছে। এই দলে ছিলেন সমাজকর্মী এস অশ্বথও।
তামিলনাড়ুতে আবিষ্কৃত শিলালিপি
তামিলনাড়ুতে আবিষ্কৃত শিলালিপিছবি সৌজন্য, দ্য হিন্দু
Published on

মাদুরাইয়ের মান্নার থিরুমলাই কলেজের ছাত্র এবং অধ্যাপকদের একটি দল সম্প্রতি থেনির আন্দিপট্টি তালুকের একটি মন্দিরে ৪০০ বছরের পুরনো নায়েক-যুগের পাথরের শিলালিপি আবিষ্কার করেছে।

প্রত্নতাত্ত্বিকভাবে মূল্যবান উপাদানটি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক, আর. প্রিয়া এবং এস. রাজাগোপাল এবং কয়েকজন ছাত্রের দ্বারা আবিষ্কৃত হয়েছে। এই দলে ছিলেন সমাজকর্মী এস অশ্বথও।

পাথরের শিলালিপিটি মূলত পান্ড্য মীনাক্ষী সুন্দরেশ্বর মন্দিরে স্থাপন করা হয়েছিল। তবে এই মন্দিরটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই মন্দিরের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে না জেনেই স্থানীয় মানুষজন বিনয়গর মন্দিরে পাথরের শিলালিপি স্থাপন করেন।

পাথরটিতে একটি বৈষ্ণব প্রতীক, সূর্য, চাঁদ এবং অস্পষ্ট অক্ষর সহ একটি পদ্ম ফুল রয়েছে।

অবসরপ্রাপ্ত প্রত্নতাত্ত্বিক ডক্টর সি. সান্থালিঙ্গম, এই আবিস্কার প্রসঙ্গে সাংবাদিকদের বলেন: "এই পাথরের শিলালিপিতে বীরকান্দামা নাইকারের সম্পর্কে বলা আছে, যিনি মুথু বীরাপ্পা নায়েকের কাছ থেকে এই অঞ্চল দান হিসেবে পেয়েছিলেন। তিনি মাদুরাই-এর নায়েক রাজ্যের ষষ্ঠ শাসক ছিলেন।"

স্থানীয় জনগণের মতে, আরও অনুসন্ধানে কান্দামানায়ক্কানুর স্থানীয় ইতিহাস সম্পর্কে আরও তথ্য দিতে পারে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in