Salman Rushdie: নিউ ইয়র্কের অনুষ্ঠানে প্রকাশ্যে ছুরিবিদ্ধ সালমান রুশদি ভেন্টিলেশনে, অবস্থা সংকটজনক

ওয়েস্টার্ন নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে আক্রমণের মুখে পড়লেন বিশ্বখ্যাত সাহিত্যিক সালমান রুশদি। আততায়ীর ছুরির আঘাতে তিনি অচৈতন্য হয়ে পড়েন। গুরুতর সংকটজনক অবস্থায় তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়
আক্রমণের পর সালমান রুশদি
আক্রমণের পর সালমান রুশদিছবি চৌধুরী পারভেজ-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

ওয়েস্টার্ন নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে আক্রমণের মুখে পড়লেন বিশ্বখ্যাত সাহিত্যিক সালমান রুশদি (৭৫)। আততায়ীর ছুরির আঘাতে স্টেজেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। গুরুতর সংকটজনক অবস্থায় তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি ভেন্টিলেশানে আছেন।

আমেরিকান সময় অনুসারে শুক্রবার সকালে ওয়েস্টার্ন নিউ ইয়র্কের শিটাকুয়া ইন্সটিটিউশনের এক অনুষ্ঠানে ‘ইউনাইটেড স্টেটস অ্যাজ এ সেফ হেভেন ফর এক্সাইলড রাইটার্স’ শীর্ষক বিষয়ে বক্তব্য পেশ করার কথা ছিল রুশদির। অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক যখন রুশদির সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখনই এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করেন।

ঘটনার পরেই সালমান রুশদিকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় এরি হাসপাতালে। যেখানে বেশ কয়েকঘণ্টা ধরে তার সার্জারি করা হয়। সালমান রুশদির এজেন্ট অ্যান্ড্রু উইল শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন, আপাতত রুশদি কথা বলার অবস্থায় নেই এবং তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।

এজেন্টের উইলের বক্তব্য অনুসারে, সম্ভবত এক চোখের দৃষ্টি হারাতে পারেন রুশদি। এছাড়াও ছুরির আঘাতে তাঁর হাতের নার্ভ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর লিভারে গুরুতর আঘাত লেগেছে।

এই ঘটনায় হাদি মাতার নামক ২৪ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক স্টেট পুলিশ। জানা গেছে আততায়ী হাদি নিউ জার্সির বাসিন্দা। এই ঘটনার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এই আক্রমণের কোনো কারণ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। নিউ ইয়র্ক স্টেট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই ঘটনায় পুলিশের সঙ্গে তদন্তে হাত লাগিয়েছে এফবিআই।

অনুষ্ঠানের সময় শিটাকুয়া ইন্সটিটিউশনের এম্ফিথিয়েটারে প্রায় চার হাজার শ্রোতা উপস্থিত ছিলেন। উপস্থিত দর্শকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় পাঁচ জন ব্যক্তি আততায়ীকে আটকানোর চেষ্টা করলেও তিনি একের পর এক আঘাত করেই যাচ্ছিলেন। তাঁকে থামানো যাচ্ছিল না। এই ঘটনায় সালমান রুশদির সঙ্গেই আহত হয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক র‍্যালফ হেনরি রীজ (৭৩)। যদিও তাঁর আঘাত তেমন গুরুতর নয় এবং তাঁকে গতকাল সন্ধ্যেতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রখ্যাত ঐতিহাসিক এস ইরফান হাবিব। এক ট্যুইট বার্তায় তিনি বলেছেন, হিংসার মাধ্যমে ধারণা ও মতানৈক্যকে প্রতিহত করা যায় না। সালমান রুশদির ওপর এই নৃশংস হামলার নিন্দা জানাই।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in