‘লক্ষ প্রতিবাদীর একজন হয়ে বাঁচতে চাই’ - সরকারী পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত নাট্যকার চন্দন সেনের

People's Reporter: ইতিমধ্যেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল করেছেন নাট্যকার। পুরস্কার মূল্য ২৫ হাজার টাকা সহ পদক আজই ফেরত দিতে চান তিনি।
নাট্যকার চন্দন সেন
নাট্যকার চন্দন সেনছবি - সংগৃহীত
Published on

আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সরকারের ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফেরানোর সিদ্ধান্ত নিলেন প্রবীণ নাট্যকার চন্দন সেন। সরকারি পুরস্কার ফিরিয়ে চন্দন সেনের বার্তা, লক্ষ প্রতিবাদীর একজন হয়ে বাঁচতে চান তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে নাট্যকার চন্দন সেনকে ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ দিয়েছিল রাজ্য সরকার।

ইতিমধ্যেই পুরস্কার ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে সংস্কৃতি অধিকর্তাকে ইমেল করেছেন নাট্যকার। পুরস্কার মূল্য ২৫ হাজার টাকা সহ পদক আজই ফেরত দিতে চান তিনি। অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্যের উল্লেখ করে নাট্যকার জানান, "রাজ্য জুড়ে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে শাসক দলের বিধায়ক প্রয়োজনে পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন, সেটা অপমানজনক।"

চন্দন সেনের কয়েকটি বিখ্যাত নাটক হল - 'দুই হুজুরের গপ্পো', 'জ্ঞানবৃক্ষের ফল', 'দায়বদ্ধ'। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামা লক্ষ প্রতিবাদীদের একজন হয়ে থাকতে চান তিনি।। 

উল্লেখ্য, রবিবার বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক এক সংবাদমাধ্যমে বলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?” পাশাপাশি প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

চন্দন সেনের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেতা বাদশা মৈত্র এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, “অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। আমাদের রাজ্যে রবীন্দ্রনাথ দৃষ্ঠান্ত তৈরি করে গেছেন, সমাজে কিছু কিছু মুহুর্ত আসে, কিছু কিছু সময় আসে, যেখানে পুরস্কার ফেরত দেওয়ার একটা বহুমাত্রিক দিক আছে। এর সবথেকে বড়ো দিক হল – যে অন্যায়, অবিচার চলছে, তার বিরুদ্ধে দৃঢ় ভাবে প্রতিবাদ জানিয়ে সরকারি পুরস্কারটা ফেরত দেওয়া। কাঞ্চনের কথায় গুরুত্ব দিয়ে সবাইকে খুব ভাবতে হবে সেটা নয়।“

অন্যদিকে, আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার সরকারি মেলাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্টুনিষ্টরা। জানা গেছে, নভেম্বরে রাজ্য সরকারের আয়োজিত চারুকলা মেলায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কার্টুন দল। শুরু হয়েছে আবেদন পত্র জমা নেওয়ার কাজ। কিন্তু আবেদনপত্র জমা দেবেন না বলেই জানিয়েছেন কার্টুনিষ্টরা।

নাট্যকার চন্দন সেন
Kanchan Mullick: জুনিয়র ডাক্তারদের নিয়ে কাঞ্চনের মন্তব্য ঘিরে বিতর্ক, বাতিল করা হল নাটকের শো

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in