পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রয়াত

স্ট্রোক হয়েছিল ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। হাওড়ার একটি নার্সিং হোমে চিকিৎসারত ছিলেন তিনি। শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর।
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রয়াত
ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় প্রয়াতগ্রাফিক্স - আকাশ

প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুক্রবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ মৃত্যু হয় তাঁর। স্ট্রোক হয়েছিল ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের। হাওড়ার একটি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

সাহিত্যিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত রবিবার বাড়িতেই স্ট্রোক হয় তাঁর। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে তৎক্ষণাৎ ভর্তি করা হয় তাঁকে। বৃহস্পতিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, এই নিয়ে তিন বার স্ট্রোক হয়েছিল সাহিত্যিকের। এর আগেও দুবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় শারীরিক অসুস্থতার কারণে। বিকেল ৩টের সময় হাসপাতাল থেকে প্রয়াত সাহিত্যিকের মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর নিজ বাসভবনে - হাওড়ার জগাছা এলাকার ধারসায়।

১৯৪১ খ্রিস্টাব্দের ৯ মার্চ জন্মগ্রহণ করেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। কিশোর বয়স থেকেই লেখালেখি শুরু করেন তিনি। ১৯৮১ সালে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ‘পাণ্ডব গোয়েন্দা’ তাঁকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। বাবলু, বিলু, বাচ্চু, ভোম্বল, বিচ্চু এবং পঞ্চু বাঙালির কাছে হয়ে ওঠে আবেগ। একের পর এক জটিল রহস্যের সমাধান করে এই পাঁচজন।

তাঁর লেখা গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য - ‘সোনার গণপতি হীরের চোখ’, ‘কাকাহিগড় অভিযান’, ‘চতুর্থ তদন্ত’, ‘সেরা রহস্য পঁচিশ’, ‘কিংবদন্তীর বিক্রমাদিত্য’, ‘কেদারনাথ’, ‘হিমালয়ের নয় দেবী’, ‘পুণ্যতীর্থে ভ্রমণ’ ইত্যাদি। ২০১৭ সালে শিশুসাহিত্যে অবদানের জন্য পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় এই সাহিত্যিককে।

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in