শীর্ষে ফের আইআইটি মাদ্রাজ, রাজ্যে সেরা যাদবপুর! দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করল NIRF

People's Reporter: বৃহস্পতিবার দিল্লির ভরত মণ্ডপমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। তালিকায় ‘স্টেট পাবলিক ইউনিভার্সিটি’ হিসাবে প্রথমে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
প্রকাশিত হল দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নাম
প্রকাশিত হল দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের নামছবি - সংগৃহীত
Published on

প্রকাশিত হল দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মান যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক 'ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) ইন্ডিয়া র‍্যাঙ্কিংস ২০২৫'। বৃহস্পতিবার দিল্লির ভরত মণ্ডপমে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। তালিকার প্রথমেই রয়েছে আইআইটি মাদ্রাজ। অন্যদিকে, দেশের সেরা ‘স্টেট পাবলিক ইউনিভার্সিটি’ হিসাবে প্রথম স্থান দখল করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

২০১৬ সালে এই উদ্যোগ চালু হয়। চলতি বছর প্রকাশিত হলো র‍্যাঙ্কিংয়ের দশম সংস্করণ। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষাদান, গবেষণা, উদ্ভাবন, স্নাতক ফলাফল, অন্তর্ভুক্তি এবং সহপাঠী প্রতিষ্ঠানের ধারণাসহ একাধিক সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়।

চলতি বছরেও সামগ্রিক বিভাগে প্রথম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। এটা নিয়ে পরপর সপ্তমবারের মতো প্রথম স্থান দখল করল। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), বেঙ্গালুরু। উল্লেখযোগ্যভাবে, ২০১৭ ও ২০১৮ সালে শীর্ষে ছিল আইআইএসসি। প্রথম পাঁচে রয়েছে— আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি এবং আইআইটি কানপুর।

কলেজ বিভাগে এ বছর প্রথম স্থান দখল করেছে হিন্দু কলেজ। তালিকার শীর্ষ দশে রয়েছে আরও নামী প্রতিষ্ঠান—

১. হিন্দু কলেজ

২. মিরান্ডা হাউস

৩. হংস রাজ কলেজ

৪. কিরোরি মাল কলেজ

৫. সেন্ট স্টিফেন্স কলেজ

৬. রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজ

৭. আত্মারাম সনাতন ধর্ম কলেজ

৮. সেন্ট জেভিয়ার্স কলেজ

৯. PSGR কৃষ্ণম্মল কলেজ ফর উইমেন

১০. PSG আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ

প্রসঙ্গত, বহু বছর ধরে সেরা দশের থাকা লোয়োলা কলেজ চলতি বছর তালিকা থেকে ছিটকে গেছে।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং তালিকায় শীর্ষে রয়েছে আইআইএসসি বেঙ্গালুরু। এক নজরে ১০ -এর তালিকা -

১। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু

২. জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU), নয়াদিল্লি

৩. মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন, মণিপাল

৪. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি

৫. দিল্লি বিশ্ববিদ্যালয়

৬. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)

৭. বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, পিলানি

৮. অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, কোয়েম্বাটুর

৯. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা

১০. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)

তালিকা প্রকাশের পর শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, সাম্প্রতিক সরকারি প্রকল্পগুলি উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তিনি বলেন, “ওয়ান নেশন-ওয়ান সাবস্ক্রিপশন, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাকাডেমিক নেটওয়ার্কস এবং স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন-এর মতো প্রকল্প শিক্ষাদান ও গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে।”

উচ্চশিক্ষা সচিব বিনীত জোশী এ দিন জানান, তালিকার বিশ্বাসযোগ্যতা বাড়াতে এ বছর বেশ কিছু নতুন ব্যবস্থা চালু হয়েছে। তার মধ্যে অন্যতম—প্রত্যাহৃত গবেষণাপত্রের জন্য নেতিবাচক নম্বর (negative marking) এবং স্ব-উদ্ধৃতি বাদ দেওয়া। এই নিয়ম গত বছর চালু হলেও এ বছরও বহাল রাখা হয়েছে।

২০২৫ সালের তালিকা প্রকাশিত হয়েছে মোট ১৫টি বিভাগে—

সামগ্রিক, বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, ফার্মেসি, মেডিক্যাল, ডেন্টাল, আইন, আর্কিটেকচার ও প্ল্যানিং, কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞান, ওপেন বিশ্ববিদ্যালয়, স্কিল বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in