Buddhadeb Guha: প্রয়াত সাহিত্যিক বুদ্ধদেব গুহ, শোকের ছায়া সাহিত্য জগতে

প্রয়াত সাহিত‍্যিক বুদ্ধদেব গুহ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।
বুদ্ধদেব গুহ
বুদ্ধদেব গুহফাইল ছবি সংগৃহীত

সাহিত্য জগতে ইন্দ্রপতন। প্রয়াত সাহিত‍্যিক বুদ্ধদেব গুহ। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব গুহ। শ্বাসকষ্টজনিত সমস‍্যা, মূত্রনালীতে সংক্রমণ ছিল তাঁর। এরই মাঝে গত এপ্রিল মাসে করোনা আক্রান্ত হন তিনি। দীর্ঘদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

এরপর গত মাসের শেষের দিকে শ্বাসকষ্ট ও রক্তচাপ কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাহিত‍্যিক। কিন্তু এবার আর বাড়ি ফেরা হলো না তাঁর। রবিবার রাত ১১.২৫ নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৩৬ সালের ২৯ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। তরুণ প্রজন্মের মধ্যে অত‍্যন্ত জনপ্রিয় ছিলেন। একাধিক কালজয়ী উপন্যাস লিখেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য হলো - 'মাধুকরী', 'কোজাগর', 'হলুদ বসন্ত', 'একটু উষ্ণতার জন্য', 'সবিনয়', 'নিবেদন', 'বাবলি' ইত‍্যাদি। হলুদ বসন্ত উপন্যাসের জন্য ১৯৭৬ সালে আনন্দ পুরস্কার পান তিনি। তাঁর সৃষ্ট 'ঋজুদা' ও 'ঋভু' চরিত্রদুটি বাঙালি পাঠকের মনে একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য জগতে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in