
হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ। শ্বাসকষ্ট, রক্তচাপ কমে যাওয়া সহ একাধিক সমস্যার কারণে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
সাহিত্যিকের পরিবার সূত্রে জানা গেছে, তিনদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শারীরিক অবস্থার অবনতির কারণে গতকাল আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। প্রসঙ্গত, গত এপ্রিল মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন সাহিত্যিক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে বুদ্ধদেব গুহর। এছাড়াও লিভার ও কিডনিতেও সমস্যা দেখা গিয়েছে। শরীরে অ্যামোনিয়ার মাত্রাও বেশি। তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এই মুহূর্তে নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট, পালমোনোলজিস্ট, গ্যাস্ট্রোএনলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে সাহিত্যিককে।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন