Narayan Debnath: বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের স্রষ্টা নারায়ণ দেবনাথ প্রয়াত

গত ২৪ ডিসেম্বর শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
নারায়ণ দেবনাথ
নারায়ণ দেবনাথফাইল ছবি সংগৃহীত
Published on

প্রয়াত কমিকস শিল্পী নারায়ণ দেবনাথ। ‌মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৭ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। এর আগে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গত ২৪ ডিসেম্বর শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

রক্তে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল প্রবীণ এই শিল্পীর। ফুসফুস-কিডনির সমস্যা বেড়ে গিয়েছিল। অবস্থার আরও অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। আজ সকাল ১০.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নারায়ণ দেবনাথের অনন্য সৃষ্টি বাঁটুল দি গ্রেট
নারায়ণ দেবনাথের অনন্য সৃষ্টি বাঁটুল দি গ্রেটছবি সংগৃহীত

১৯২৫ সালে হাওড়ার শিবপুরে জন্মগ্রহণ করেন নারায়ণ দেবনাথ। বাঙালির ছোটবেলা কাটে তাঁকে ঘিরেই। 'নন্টে-ফন্টে', 'হাঁদা-ভোঁদা', 'বাঁটুল দি গ্রেট', 'বাহাদুর বেড়াল'-এর মতো চরিত্রের স্রষ্টা তিনি। গত কয়েক দশক ধরে এই চরিত্রগুলোকে নিয়ে অজস্র কমিক্স সৃষ্টি করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।

২০১৩ সালে বঙ্গবিভূষণ এবং সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। ২০২১ সালে পদ্মশ্রী সম্মান পান। যদিও অসুস্থতার কারণে দিল্লি গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিতে পারেননি তিনি। গত সপ্তাহে রাজ‍্য সরকারের তরফ থেকে হাসপাতালেই শিল্পীর হাতে পদ্মশ্রী স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in