Award Wapsi: রাজনৈতিক কারণে ফেরানো যাবে না পুরস্কার, আগেই দিতে হবে মুচলেকা! - প্রস্তাব সংসদীয় কমিটির

যদিও সূত্র অনুসারে সংসদীয় কমিটির এই প্রস্তাবে অসম্মতি জানিয়েছেন CPIM সাংসদ এ এ রহিম। তাঁর মতে, ভারত এক গণতান্ত্রিক দেশ, আমাদের দেশের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে।
সাহিত্য আকাদেমি পুরস্কার
সাহিত্য আকাদেমি পুরস্কারফাইল ছবি সংগৃহীত

কোনও ঘটনার প্রতিবাদে দেশের বিশিষ্টজনদের পুরস্কার ফিরিয়ে দেওয়া আটকাতে আসতে পারে বিশেষ নিয়ম। সংসদের পরিবহন, পর্যটন এবং সংস্কৃতি কমিটি সম্প্রতি এরকমই একটি প্রস্তাব দিয়েছে। যে প্রস্তাব বাস্তবায়িত হলে আগামী দিনে কোনও পুরস্কার প্রাপক কোনও ঘটনার প্রতিবাদে পুরস্কার ফিরিয়ে দিতে পারবেন না।

যদিও সূত্র অনুসারে, সংসদীয় কমিটির এই প্রস্তাবে অসম্মতি জানিয়েছেন সিপিআইএম সাংসদ এ এ রহিম। তাঁর মতে, ভারত এক গণতান্ত্রিক দেশ এবং আমাদের দেশের সংবিধান দেশের প্রতিটি নাগরিককে বাক ও মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। একইসঙ্গে প্রতিবাদ জানানোরও স্বাধীনতাও দেশের সংবিধান প্রদত্ত অধিকার। এক্ষেত্রেও পুরস্কার ফিরিয়ে দেওয়াও প্রতিবাদের এক পথ। একইভাবে এই প্রস্তাবের বিরোধিতা করেছেন কংগ্রেস সাংসদ কে মুরলীধরণ।

সংসদীয় কমিটির প্রস্তাবে বলা হয়েছে, সরকার এমন এক ব্যবস্থা তৈরি করুক, যাতে পুরস্কার গ্রহণের আগেই সংশ্লিষ্ট পুরস্কার প্রাপককে এই বিষয়ে লিখিতভাবে জানাতে হবে যে, তিনি কোনও অবস্থাতেই পুরস্কার ফিরিয়ে দেবেন না। এই ব্যবস্থা তৈরি করতে পুরস্কার গ্রহণের আগে একটি 'লিখিত শপথপত্র' পূরণ করার প্রস্তাব দেওয়া হয়েছে কমিটির পক্ষে।

কমিটির বক্তব্য অনুসারে, সরকার বা কোনও সংস্থা নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করে থাকে। যদি কোনও রাজনৈতিক কারণে বা অন্য কোনও কারণে পুরস্কার ফেরত দেওয়া হয় তা ওই সংস্থার ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক।

কমিটি আরও সুপারিশ করেছে যে, কোনও পুরস্কারপ্রাপক যদি রাজনৈতিক কারণে প্রাপ্ত পুরস্কার ফিরিয়ে দেন তাঁর নাম যেন ভবিষ্যতে আর পুরস্কারের জন্য বিবেচনা না করা হয়।

কমিটি জানিয়েছে, প্রখ্যাত লেখক এবং সমাজকর্মী এম এম কালবুরগির হত্যাকান্ডের পর দেশের ৩৯ জন লেখক সংস্কৃতি মন্ত্রকের দেওয়া সাহিত্য আকাদেমি পুরস্কার ফেরত দিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৫ সালের ওই ঘটনায় প্রথম আকাদেমি পুরস্কার ফিরিয়েছিলেন বিশিষ্ট হিন্দি সাহিত্যিক উদয় প্রকাশ।  

কমিটির মতে, যে সমস্ত সংস্থা পুরস্কার দেয় তারা সকলেই অরাজনৈতিক সংস্থা। ফলত কেউ যদি সেইসব সংস্থা থেকে পাওয়া পুরস্কার ফিরিয়ে দেন তা দেশের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক। কমিটির প্রধান ওয়াইএসআরসিপি সাংসদ বিজয় সাই রেড্ডি প্রস্তাব দিয়েছেন, পুরস্কার দেবার আগেই পুরস্কার প্রাপককে দিয়ে লিখিয়ে নেওয়া হোক যে তিনি কোনও অবস্থাতেই ভবিষ্যতে ওই পুরস্কার ফেরত দেবেন না।  

সাহিত্য আকাদেমি পুরস্কার
দশম শ্রেণির বইয়ের প্রস্তাবনা থেকে উধাও ‘সমাজতান্ত্রিক’ ও ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ
সাহিত্য আকাদেমি পুরস্কার
এবার নিশানায় ‘সারে জাঁহা সে আচ্ছা’-র স্রষ্টা মহম্মদ ইকবাল, পাঠ্যক্রম থেকে বাদ উর্দু কবির জীবনী!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in