বাঙলা সাহিত্য জগতে আবারও শোকের ছায়া। চলে গেলেন সমরেশ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। সোমবার সন্ধ্যায় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরেই বাড়তে থাকে তাঁর শ্বাসযন্ত্রের সমস্যা। আগে থেকেই তাঁর সিওপিডি-র সমস্যা ছিল।
১৯৪২ সালের ১০ মার্চ তাঁর জন্ম। তাঁর ছেলেবেলা কাটে জলপাইগুড়ি জেলার গয়েরকাটা চা বাগানে। জলপাইগুড়ি জেলা স্কুল, স্কটিশ চার্চ কলেজে পড়াশুনোর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাঙলা সাহিত্যে এম এ পাশ করেন।
১৯৬৭ সালে দেশ পত্রিকায় প্রথম গল্প প্রকাশিত হয়। এরপর ১৯৭৫ সালে দেশ পত্রিকায় তাঁর প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রকাশিত হয়। এরপর একে একে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী তাঁর অবিস্মরণীয় সৃষ্টি।
১৯৮৪ সালে তিনি তাঁর কালবেলা উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান। এছাড়াও তিনি আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গ বিভূষণ’ পুরস্কারে সম্মানিত করে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন