Anup Ghoshal: প্রয়াত অনুপ ঘোষাল

People's Reporter: হিন্দি ছায়াছবি মাসুম-এর ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ অথবা গুপি গাইন বাঘা বাইনের ‘দেখো রে নয়ন মেলে’ – অনুপ ঘোষালের কন্ঠে মেতে উঠেছিল আসমুদ্র হিমাচল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
প্রয়াত অনুপ ঘোষাল
প্রয়াত অনুপ ঘোষালফাইল ছবি সংগৃহীত

প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল। শুক্রবার দুপুরে কলকাতার এক বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ সময় ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দি ছায়াছবি মাসুম-এর ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ অথবা গুপি গাইন বাঘা বাইনের ‘দেখো রে নয়ন মেলে’ – অনুপ ঘোষালের কন্ঠে মেতে উঠেছিল আসমুদ্র হিমাচল। পরবর্তী সময় নজরুলগীতি শ্যামাসঙ্গীতের জগতেও তিনি সুনাম কুড়িয়েছিলেন। বাংলা এবং হিন্দি ছাড়াও তিনি অন্যান্য ভাষাতেও গান গেয়েছেন।

২০১১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের মনোনয়নে উত্তরপাড়া কেন্দ্র থেকে প্রার্থী হন এবং জয়লাভ করেন। যদিও পরবর্তী সময়ে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল।

এক সাঙ্গীতিক পরিবারে অনুপ ঘোষালের জন্ম ১৯৪৫ সালে। বাবা অমূল্য চন্দ্র ঘোষাল এবং মা লাবণ্য ঘোষালের অনুপ্রেরণাতেই তাঁর সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মায়। মূলত মায়ের উদ্যোগেই মাত্র ৪ বছর বয়সে তাঁর সঙ্গীত শিক্ষার শুরু। পরবর্তী সময়ে একাধিক খ্যাতনামা সঙ্গীতগুরুর কাছে তিনি শিক্ষালাভ করেন।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in