Kolkata Book Fair 2025: ২৮ জানুয়ারি শুরু ৪৮ তম কলকাতা বইমেলা, প্রচারের নয়া মাধ্যম ম্যাসকট

People's Reporter: ২৫–এর বইমেলায় উৎযাপন করা হবে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা, নারায়ণ সান্যাল এবং অরুন্ধুতি দেবীর জন্মশতবর্ষ।
কলকাতা বইমেলা
কলকাতা বইমেলাপ্রতীকি ছবি
Published on

আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৮ তম কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2025)। এবার বইমেলায় ফোকাল থিম জার্মানি। তবে এবারে বইমেলায় থাকছে নয়া চমক ম্যাসকট। জানা যাচ্ছে, ৪৮ তম বইমেলায় প্রচার করা হবে এই ম্যাসকটের মাধ্যমে।

হাঁসের আদলে তৈরি ম্যাসকটগুলিকে দেখতে অনেকটা চশমা চোখে চেনা বাঙালী পড়ুয়ার মতো। একজন পুরুষ এবং অন্য জন নারী। বইমেলায় আলাদা ম্যাসকট জোন থাকবে। টি-শার্ট, কাপের মতো সামগ্রীতেও ম্যাসকটের মাধ্যমে বইমেলার প্রচার চলবে। এবিষয়ে সোমবার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘সরস্বতীর বাহন হাঁস ভাবাই যায়। আমরা ঠিক করেছি, এই ম্যাসকটের মাধ্যমে বইমেলার প্রচারে জোর দেব’। 

এছাড়া, ২৫–এর বইমেলায় উৎযাপন করা হবে সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা, নারায়ণ সান্যাল এবং অরুন্ধুতি দেবীর জন্মশতবর্ষ। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশের ১২৫ তম জন্মবর্ষ পূর্তিতে তাঁদের স্মরণ করা হবে নানা কর্মসূচীর মাধ্যমে। ৪৮ তম বইমেলা প্রাঙ্গনে থাকবে ৯ টি গেট। যার একটি হবে জার্মান ভাষাবিদ ম্যাক্সমুলারের নাম এবং অন্য একটি থাকবে জার্মান লেখক গ্যেটের নামে।

এবারের বইমেলায় থাকছে ডিজিটাল সুবিধা। অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন অনুযায়ী স্টল খুঁজে নেওয়া যাবে বলে জানিয়েছেন বইমেলা উদ্যোক্তরা। এছাড়া, গিল্ডের সমাজ মাধ্যম পেজ এবং ওয়েব সাইটের মাধ্যমে ভার্চুয়ালি দেখা যাবে বইমেলা। এবার বইমেলার ডিজিটাল পার্টনার সিস্টার নিবেদিতা ইউনির্ভাসিটি।

গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, ‘সব মিলিয়ে বইমেলায় স্টল থাকবে এক হাজার। তাতে ছোট, বড় এবং মাঝারি প্রকাশক ছাড়াও থাকবে লিটল ম্যাগাজিনের টেবিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৮ জানুয়ারি বিকাল ৪ টায় বিধাননগর সেন্ট্রাল পার্কে মেলা প্রাঙ্গণে উদ্বোধন করবেন’।

এবারের মেলায় থাকছে না কোনও হল। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে বলেন, ‘‘এ বার সল্টলেকের মাঠে বইমেলায় ইংরেজি ভাষার প্রকাশকদের জন্য আলাদা আলাদা হলের সীমারেখাও মুছে দিচ্ছি। এ বার বইমেলা পুরোটাই হবে খোলা আকাশের নীচে। ইংরেজি বইয়ের নির্দিষ্ট অঞ্চলে গত বারের থেকেও বেশি জায়গা দিতে পারব। গত বার ১০০টির মতো ইংরেজি ভাষার প্রকাশক এলে এ বার ১২৫টির মতো প্রকাশক থাকবেন।’’ 

তিনি আরও জানান, ‘মেলার লিটারেচার ফেস্টিভ্যাল হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি। মেলায় থাকছে বই বাম্পার লটারি’। তবে এবারের বইমেলায় পড়শি দেশ বাংলাদেশের উপস্থিতি নিয়ে এখনও নেতিবাচক কথা জানিয়েছে গিল্ড।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in