২০২০ আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার থিম কান্ট্রি রাশিয়া

২০২০ আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলার থিম কান্ট্রি রাশিয়া
প্রতীকী ছবি সংগৃহীত
Published on

আগামী বছর ২০২০ সালের ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে রাশিয়া। বুধবার এমনটাই জানানো হয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে।

১৯৭৬ সালে কলকাতার বুকে শুরু হওয়া বইমেলা ময়দান থেকে মিলন মেলা ঘুরে এখন সল্টলেকের সেন্ট্রাল পার্কে এসে থিতু হয়েছে। এদিকে বয়স বেড়েছে বইমেলার। মিলেছে আন্তর্জাতিক তকমা। তবে ঐতিহ্য একেবারে ফিকে হয়ে যায়নি। প্রতি বছরের মতো এবারও প্রথামতো থিম কান্ট্রি পছন্দ করে নিল বইমেলা কর্তৃপক্ষ।

গত বছর বইমেলার থিম কান্ট্রি ছিল গুয়াতেমালা। এবারও সেই মতো থিম কান্ট্রি নির্বাচন করে ফেলল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। এবারের থিম কান্ট্রি রাশিয়া। বইমেলা ২০২০-এর থিম কান্ট্রি হিসেবে মেলার প্রত্যেকদিন রাশিয়ার জনপ্রিয় লেখকরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in