

মঙ্গলবার মধ্যরাতে চলে গেলেন কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যিক এবং বিশিষ্ট অনুবাদক অদ্রীশ বর্ধন। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্যমহলে।
অদ্রীশ বর্ধনকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷ বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভরতি হন তিনি।আইসিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। তবে শেষ রক্ষা হল না৷
গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখির শুরু করেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়নী বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদির জন্য তাঁকে মনে রাখবে সাহিত্যপ্রেমী বাঙালি। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’ সম্পাদনা করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন