চলে গেলেন কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যের জাদুকর অদ্রীশ বর্ধন

অদ্রীশ বর্ধন
অদ্রীশ বর্ধনফাইল ছবি সংগৃহীত
Published on

মঙ্গলবার মধ্যরাতে চলে গেলেন কল্পবিজ্ঞানধর্মী সাহিত্যিক এবং বিশিষ্ট অনুবাদক অদ্রীশ বর্ধন। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সাহিত্যমহলে।

অদ্রীশ বর্ধনকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়৷ বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে ভরতি হন তিনি।আইসিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। তবে শেষ রক্ষা হল না৷

গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখির শুরু করেন। তাঁর সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়নী বিপুল জনপ্রিয়তা পেয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদির জন্য তাঁকে মনে রাখবে সাহিত্যপ্রেমী বাঙালি। ভারতের প্রথম কল্পবিজ্ঞান পত্রিকা ‘আশ্চর্য’ সম্পাদনা করেছেন তিনি। পেয়েছেন একাধিক পুরস্কার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in