চলতি বছর বইমেলায় এসেছেন ২৯ লক্ষের বেশি মানুষ, বই বিক্রিতেও এবার রেকর্ড

People's Reporter: মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু দে বলেন, "বইমেলায় গতবার ২৫ লাখ লোক হয়েছিল। এ বছর ২৯ লাখ লোকের সমাগম হয়েছে। যা বইমেলার ইতিহাসে রেকর্ড।“
চলতি বছর বইমেলায় এসেছেন ২৯ লক্ষের বেশি মানুষ, বই বিক্রিতেও এবার রেকর্ড
প্রতীকী ছবি - সংগৃহীত

সদ্য শেষ হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বছর বইমেলা রেকর্ড গড়েছে মানুষের সমাগমে ও বই বিক্রির নিরিখে। বৃহস্পতিবার বইমেলা আয়োজক সংস্থা গিল্ডের এক আধিকারিক জানিয়েছেন, এবছর বইমেলায় ২৯ লক্ষেরও বেশি মানুষ পরিদর্শন করেছেন। এবং বই বিক্রি হয়েছে ২৭ কোটি টাকার, যা সর্বকালের রেকর্ড। ২০২৩ সালে যেটা ছিল ২৫ কোটি।

মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু দে পিটিআইকে বলেন, "বইমেলায় গতবার ২৫ লাখ লোক হয়েছিল। এ বছর ২৯ লাখ লোকের সমাগম হয়েছে। যা বইমেলার ইতিহাসে একটি রেকর্ড।“

তিনি বলেন, ৩১ জানুয়ারী, অর্থাৎ বইমেলার শেষদিন সকাল পর্যন্ত জনসমাগম এবং বিক্রির এই তথ্য ছিল তাঁদের কাছে। ওইদিনের সম্পূর্ণ হিসেব ধরলে দুই ক্ষেত্রেই সংখ্যাটা এর থেকে আরও বেশি হবে। বইপ্রেমীদের মধ্যে পড়ার অভ্যাস বাড়াতে এবং ছাপার অক্ষরের বই কিনতে পাঠকদের উৎসাহিত করার উদ্যোগ হিসাবে, গিল্ড একজন পাঠককে সংবর্ধিত করেছে, যিনি ৩ লক্ষ ১৫ হাজার টাকার বই কিনেছিলেন।

গিল্ডের সিনিয়র আধিকারিক এবং দে'স পাবলিশিং-এর অন্যতম মালিক অপু দে বলেন, "কলকাতা বইমেলা সেই পাঠকদের জন্য সমৃদ্ধ যারা সর্বদা মুদ্রিত বই কিনতে চান, বইয়ের গন্ধ অনুভব করতে চান। আরও কয়েক মাইল হাঁটতে চান।“

গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জি  বলেন, "এবার বইমেলায় ডিজিটাইজেশনের লক্ষ্যে আমরা QR কোডের ব্যবস্থা করেছি। যা বইপ্রেমীদের জন্য সহজ অনলাইন অ্যাক্সেসের সুবিধা দিয়েছে। আমরা একটি দিন বয়স্ক নাগরিকদের জন্যও উৎসর্গ করেছি। গত বছরের তুলনায় দর্শকের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধির সাক্ষী হয়েছি আমরা।"

আগামী বছরের বইমেলা সংক্রান্ত প্রশ্নের উত্তরে চ্যাটার্জি বলেন, ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সময়সূচী এবং অন্যান্য আন্তর্জাতিক বইমেলার সময়সূচী সহ বিভিন্ন দিক বিবেচনা করে নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে।

চলতি বছর বইমেলায় এসেছেন ২৯ লক্ষের বেশি মানুষ, বই বিক্রিতেও এবার রেকর্ড
Serampur Book Stall: শ্রীরামপুর স্টেশনে ৫৩ বছরের পুরোনো বুক স্টল বাঁচাতে স্বাক্ষর সংগ্রহ অভিযান
চলতি বছর বইমেলায় এসেছেন ২৯ লক্ষের বেশি মানুষ, বই বিক্রিতেও এবার রেকর্ড
Madhyamik Exam 2024: বাংলার পর মাধ্যমিকের ইংরাজি প্রশ্নও ফাঁস, পরীক্ষা বাতিল ছয় পরীক্ষার্থীর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in