এবার অক্সফোর্ড ইংরেজি অভিধানে অন্তর্ভুক্ত নতুন শব্দ - 'চাড্ডি'

এবার অক্সফোর্ড ইংরেজি অভিধানে অন্তর্ভুক্ত নতুন শব্দ - 'চাড্ডি'
ছবি প্রতীকী সংগৃহীত
Published on

এতদিন নেটিজেনরা ব্যঙ্গার্থে সোশ্যাল মিডিয়ার দেয়ালে যে শব্দ ব্যবহার করতেন এবার সেই শব্দই স্বীকৃতি পেল অক্সফোর্ড ইংরেজি অভিধানে। সম্প্রতি মোট ৬৫০টি নতুন শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে এই অভিধানে। যার মধ্যে স্থান পেয়েছে ‘চাড্ডি’ (Underpant) শব্দটি।

অক্সফোর্ড ইংরেজি অভিধানে এটিকে একটি ভারতীয় ইংরেজি শব্দ হিসেবে দেখানো হয়েছে। এই শব্দের অর্থ হিসেবে বলা হয়েছে – শর্ট ট্রাউজার, আন্ডার ওয়্যার, আন্ডারপ্যান্ট।

গতবছরই অক্সফোর্ড ইংরেজি ডিক্সানারিতে ‘ওয়ার্ডস হোয়ার ইউ আর’ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছিলো। যে বিভাগে সারা বিশ্বে বিভিন্ন আঞ্চলিক শব্দ, যা ইংরেজি বলার সময়ও ব্যবহার করা হয়, সেইধরণের শব্দ অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিলো।

এবার মার্চ মাসে ৬৫০ নতুন শব্দ এই অভিধানে সংযুক্ত করা হয়েছে। যে শব্দ ভান্ডারে জায়গা করে নিয়েছে ‘চাড্ডি’ শব্দটি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in