নোবেলজয়ী সাহিত্যিক ভি এস নাইপল প্রয়াত

ভি এস নাইপল
ভি এস নাইপলফাইল ছবি সংগৃহীত
Published on

চলে গেলেন ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ এর স্রষ্টা নোবেলজয়ী সাহিত্যিক বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল। যিনি ভি এস নাইপল নামেই পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

১৯৩২ সালে ত্রিনিদাদের এক গ্রামীণ এলাকায় নাইপলের জন্ম।

১৯৭১ এর বুকার পুরস্কার এবং ২০০১-এ নোবেলজয়ী এই সাহিত্যিক ৩০টির বেশি উপন্যাস রচনা করেছেন।

স্যার ভিডিয়ার মৃত্যু সাহিত্য জগতে এক শূন্যতার সৃষ্টি করলো বলে জানিয়েছেন দি মেইল পত্রিকার সম্পাদক গির্দই গ্রেগ।

ভি এস নাইপলের প্রথম গ্রন্থ প্রকাশিত হয় ১৯৫১ সালে। এরও প্রায় একদশক পরে ১৯৬১ সালে তাঁর যুগান্তকারী ‘এ হাউস ফর মিস্টার বিশ্বাস’ প্রকাশিত হয়।

ভারতীয় বংশোদ্ভূত এই সাহিত্যিকের পূর্বপুরুষ কাজের খোঁজে ত্রিনিদাদে যান। সেখানেই নাইপলের জন্ম ও বেড়ে ওঠা। ১৯৫০ সালে তিনি পড়াশুনোর জন্য ইংল্যান্ডে আসেন।

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in