Kapil Sibal: ১০ বছর পর এখন মুখে দুর্নীতিমুক্ত সমাজের কথা! কী করলেন এতদিন? - মোদীকে আক্রমণে সিব্বল

কপিল সিব্বল বলেন, 'আচ্ছে দিন' কোথায় গেল? ভুলে গেলেন? মুদ্রাস্ফীতি আমদানি করা হচ্ছে, কিন্তু আমাদের সবজি না! আগামী ৫ বছর স্বর্ণযুগ হবে বলে বলছেন আপনি, কার জন্য? গরিব, দলিত, সংখ্যালঘু নাকি ...?
মোদীর স্বাধীনতা দিবসের ভাষণকে কটাক্ষ সিব্বলের
মোদীর স্বাধীনতা দিবসের ভাষণকে কটাক্ষ সিব্বলেরছবি সংগৃহীত

'আপনি প্রায় ১০ বছর ক্ষমতায় রয়েছেন, এখনও বলছেন আমরা দুর্নীতি তাড়াবো। এতদিন কী করেছেন তাহলে?' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণকে কটাক্ষ করে একথা বললেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল।

X-এ (আগে টুইটার) একটি পোস্টে সিবল বলেছেন, "১৫ আগস্টে প্রধানমন্ত্রী বলছেন: আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবো। কিন্তু আপনি তো প্রায় ১০ বছর ক্ষমতায় আছেন, কী করলেন? 'আচ্ছে দিন' কোথায় গেল? ভুলে গেলেন? মুদ্রাস্ফীতি আমদানি করা হচ্ছে, কিন্তু আমাদের সবজি না! আগামী ৫ বছর স্বর্ণযুগ হবে বলে বলছেন আপনি, কার জন্য? গরিব, দলিত, সংখ্যালঘু নাকি ...?"

মঙ্গলবার স্বাধীনতা দিবসের পুরো ভাষণই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, "২০৪৭ সালে এক উন্নত জাতি হিসেবে ভারতকে গড়ে তোলার জন্য জন্য দুর্নীতি, পরিবারতন্ত্র এবং আত্মতুষ্টি লোপ করতে হবে। আগামী বছর স্বাধীনতা দিবসে, আমি আপনাদের সামনে এক উন্নত জাতির রোডম্যাপ তুলে ধরব। আবর্জনার মতোই দুর্নীতির প্রতি ঘৃণার অনুভূতি নিজেদের মধ্যে জাগিয়ে তোলা জরুরি। আমাদের চারপাশের সমস্ত কিছু থেকে দুর্নীতিকে উচ্ছেদ করতে হবে।"

উল্লেখ্য, ইউপিএ ১ এবং ২ এর সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কপিল সিব্বল। গত বছর মে মাসে তিনি কংগ্রেস ছাড়েন এবং সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন।

মোদীর স্বাধীনতা দিবসের ভাষণকে কটাক্ষ সিব্বলের
Sabyasachi Das: গবেষণাপত্রে ২০১৯-এর ভোট নিয়ে প্রশ্ন - অধ্যাপক সব্যসাচী দাসের ইস্তফাপত্র গৃহীত

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in