Vijayan: ‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে কেরালায় শিকড় গাড়তে দেব না কোনওভাবেই‘, হুঙ্কার বিজয়নের

People's Reporter: পিনারাই বিজয়ন বলেন, গোটা দেশজুড়ে সঙ্ঘ পরিবার যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, বামেরা সেগুলি কাটিয়ে উঠবে এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে।
পিনারাই বিজয়ন
পিনারাই বিজয়নফাইল ছবি সৌজন্যে দ্য প্রিন্ট

‘বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে রাজ্যে শিকড় গাড়তে দেব না।‘ শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই দাবি করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি আরও জানান, আসন্ন লোকসভায় বিজেপি যেন কেরালায় একটাও আসন না পায় তা নিশ্চিত করবেন তিনি।

এদিন সাংবাদিক বৈঠকে পিনারাই বিজয়ন বলেন, গোটা দেশজুড়ে সঙ্ঘ পরিবার যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, বামেরা সেগুলি কাটিয়ে উঠবে এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। তিনি এদিন বলেন, "আমরা এই নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। সেই কারণেই আমরা সক্রিয়ভাবে জাতীয় স্তরে বিজেপি-বিরোধী জোটে যোগ দিয়েছি। আমরা একটি জিনিস পরিষ্কার করতে চাই, বিজেপি কেরালার ২০ টি আসনে শুধু হারবেই না, বরং তারা এইবার রাজ্যের কোনও আসনে দ্বিতীয় স্থানও অর্জন করতে পারবে না।” 

এদিন শুধু বিজেপিকে নয়, ইন্ডিয়া মঞ্চে বামেদের সঙ্গী কংগ্রেসকেও আক্রমণ করেছেন তিনি। কারণ কেরালায় মূল লড়াই বাম এবং কংগ্রেসের মধ্যে। তাই দেশের বিভিন্ন জায়গায় বাম এবং কংগ্রেস একসাথে লড়লেও, কেরালায় তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। বিজয়ন বলেন, “গত পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পেরেছে, কংগ্রেসকে ভোট দিয়ে কোনো লাভ নেই। বামেরা বিজেপিকে দেশ থেকে উৎখাত করার জন্য জনগণের কাছে ভোট চাইছে।“

কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেস ভোটে বিজেপিকে জায়গা করে দেয়। কিন্তু বামেদের সাম্প্রদায়িক ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করার ইতিহাস রয়েছে। তাঁর কথায়, “আমরা কয়েকটি ভোটের জন্য আমাদের রাজনীতি পরিবর্তন করি না।“

উল্লেখ্য, কেরালার ২০ টি লোকসভা আসনে ভোট আগামী ২৬ এপ্রিল। এবং ভোট গণনা ৪ জুন।

পিনারাই বিজয়ন
Lok Sabha Polls: ৩০ লক্ষ সরকারী চাকরী, ২৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা - একাধিক চমক কংগ্রেসের ইস্তেহারে
পিনারাই বিজয়ন
Lok Sabha Polls 24: আগে বাংলার রাজনীতির ইতিহাস জানুন, 'ভুয়ো' ভিডিও-কাণ্ডে তৃণমূলকে আক্রমণ CPIM-এর

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in