Lok Sabha Polls 24: ভোট শুরুর তিনঘন্টাতেই ১৫১ টি অভিযোগ জমা কমিশনে, ধুন্ধমার কোচবিহারে

People's Reporter: কোচবিহারের শীতলকুচিতে ভোট দিতে এসে চোখ ফাটে এক ভোটারের। ভোট দিয়ে ফেরার পথে ওই ভোটারের মাথায় ইট মারা হয়। তৃণমূলের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশনফাইল ছবি সংগৃহীত

প্রথম দফার ভোটে অশান্ত কোচবিহার। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে তৃণমূল। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেও ভুরিভুরি অভিযোগ বিজেপির। জানা গেছে, ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার তিন ঘন্টার মধ্যে কমিশনের কাছে মোট ১৫১টি অভিযোগ জমা পড়েছে।

ভোটের দিন সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে শীতলকুচি, মাথাভাঙ্গা, দিনহাটা। কোচবিহারের শীতলকুচিতে ভোট দিতে এসে চোখ ফাটে এক ভোটারের। ভোট দিয়ে ফেরার পথে ওই ভোটারের মাথায় ইট মারা হয়। তৃণমূলের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে।

শীতলকুচির গোঁসাইহাট গ্রাম পঞ্চায়েতের ধাপের চাত্রা ২০১ নম্বর বুথে এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহত ওই বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে এ দিন তিনি বড় ধাপের চাত্রা এলাকায় ২০১ নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাঁকে বাঁশ দিয়ে মারধর করে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। 

অন্যদিকে, দিনহাটায় আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি।

এদিকে, মাথাভাঙায় তাবু টাঙ্গানো নিয়ে ঝামেলা বাঁধে বিজেপি তৃণমূলের মধ্যে। ঘটনায় তৃণমূলের চার পোলিং এজেন্ট আহত বলে জানা গেছে। মাথাভাঙা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নং গেন্দুগুড়ি বুথে ঘটনাটি ঘটেছে।

রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি কেন্দ্র - জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার। সকাল থেকে ভোটদানের হারে সবার প্রথমে আছে আলিপুরদুয়ার। সেখানে ভোট পড়েছে ৩৫.২০ শতাংশ। তার পরেই রয়েছে কোচবিহার। সেখানে ভোট পড়েছে ৩৩.৬৩ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৩১.৯৪ শতাংশ। 

২১টি রাজ্য এবং‌ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে লোকসভা ভোটের প্রথম দফায় দেশের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে তামিলনাড়ুর ৩৯টি কেন্দ্র রয়েছে।

নির্বাচন কমিশন
Lok Sabha Polls 24: তামিলনাড়ুর ৩৯ আসনেই জিতবে ইন্ডিয়া মঞ্চ - আশাবাদী প্রাক্তন অর্থমন্ত্রী চিদাম্বরম
নির্বাচন কমিশন
প্রার্থীর সামনেই হাতাহাতি, চেয়ার-টেবিল ছোড়াছুড়ি, আসানসোলে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in