

কর্ণাটকে সরকার গড়া নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ইতিমধ্যেই দলটি ম্যাজিক ফিগারের বেশি আসনে এগিয়ে রয়েছে।
গণনার মাঝে বেঙ্গালুরুতে সাংবাদিকদের সামনে সিদ্দারামাইয়া বলেন, "কংগ্রেস ১২০ টিরও বেশি আসনে জয়ী হবে। আমরা নিজেদের একক শক্তিতেই সরকার গড়বো।"
প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবার বরুণা কেন্দ্র থেকে লড়ছেন। এই মুহূর্তে তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি মন্ত্রী ভি সোমান্নার থেকে ২,৭১০ ভোটে এগিয়ে রয়েছেন।
২২৪ আসন বিশিষ্ট কর্ণাটকে ম্যাজিক ফিগার ২১৩। কংগ্রেস এই মুহূর্তে ১২০-র কাছাকাছি আসনে এগিয়ে রয়েছে।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে কংগ্রেসের মধ্যে। সিদ্দারামাইয়ার ছেলে যথিন্দ্র সিদ্দারামাইয়া বলেছেন, তার বাবারই মুখ্যমন্ত্রীর পদ পাওয়া উচিত।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর লড়াইয়ে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিভকুমারও।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন