পশ্চিমবঙ্গের ঘটনা ‘ট্রেলার’ মাত্র, ২০২৪-র আগে সাম্প্রদায়িক হিংসার আশ্রয় নেবে BJP: কপিল সিব্বল

গত বৃহস্পতিবার, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়া জেলার শিবপুরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় - রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে।
কপিল সিবাল
কপিল সিবালছবি সংগৃহীত

‘২০২৪ সালের লোকসভা নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আরও বেশি সাম্প্রদায়িক হিংসার আশ্রয় নেবে বিজেপি। সম্প্রতি, (রাম নবমীতে) পশ্চিমবঙ্গ ও গুজরাটে যে ঘটনা ঘটেছে, তা কেবলই ‘ট্রেলার’ মাত্র। শনিবার, এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রবীণ আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল।

গত বৃহস্পতিবার, রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়া জেলার শিবপুরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় - রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। ভাঙচুর চালানো হচ্ছে একের পর এক দোকান। এমনকি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী।

পশ্চিমবঙ্গ ছাড়াও একই ঘটনা ঘটেছে গুজরাট ও মহারাষ্ট্রে। এই ঘটনাগুলিকে ‘নমুনা’ হিসাবে দাবি করে, টুইটারে কপিল সিব্বল লিখেছেন - ‘আমরা ২০২৪ সালের কাছাকাছি চলে আসছি। আর (রাজনৈতিক অস্ত্র হিসাবে) বিজেপির টেবিলে রয়েছে - ১) সাম্প্রদায়িক হিংসা ২) ঘৃণা ভাষণ, ৩) সংখ্যালঘুদের প্রলোভন দেওয়া ৪) ইডি, সিবিআই, নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিরোধীদের লক্ষ্যবস্তু করা। ইতিমধ্যে অগ্নিগর্ভ হয়েছে বাংলা। কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাটে সাম্প্রদায়িক সহিংসতা ছড়াচ্ছে। এসবই এখন ট্রেলার (নমুনা মাত্র)।’

ইউপিএ-১ ও ২ শাসনকালে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন কপিল সিব্বল। গত বছরের মে মাসে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এরপর, সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হন তিনি। সম্প্রতি, বিজেপির শাসনে ন্যায়বিচার না পাওয়া মানুষদের আইনি সুরাহা দিতে ‘ইনসাফ’ নামে একটি মঞ্চ গঠন করেছেন তিনি।

কপিল সিবাল
Madhya Pradesh: প্রতিষ্ঠান বিরোধিতা বনাম মোদী ম্যাজিক - জোর লড়াই মধ্যপ্রদেশে

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in