বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন তাঁরই 'অনুরাগী’ কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা, কেন এই সিদ্ধান্ত?

People's Reporter: শ্যাম বলেন, “২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগী ছিলাম। কিন্তু গত দশ বছরে পরিস্থিতি পালটে গিয়েছে।"
বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা (ডানদিকে)
বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা (ডানদিকে)ছবি সংগৃহীত
Published on

মোদীর অনুরাগী হিসাবে পরিচিত কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই বারাণসী লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোষ্ট করে তিনি জানিয়েছেন, বারাণসী থেকে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দেবেন তিনি।

মোদীর বিরুদ্ধে ভোটে লড়ার কারণও জানিয়েছেন শ্যাম। তিনি জানান, “আমি বারাণসী থেকে ভোটে দাঁড়াচ্ছি। কারণ এখন কেউ জানে না কে কখন মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।“

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন মনোনয়ন প্রত্যাহার করে নেন। তারপর বিজেপিতে যোগ দেন তিনি। ফলে ওই কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি।

এর আগে গুজরাটের সুরাটেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থী মুকেশ দালাল। সুরাটের কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার পর পরপর আট জন বিরোধী দলের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। বারাণসীতে একই ঘটনা যাতে না ঘটে সেই কারণেই মোদীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন শ্যাম।

কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা, যার আসল নাম শ্যাম সুন্দর, ১৯৯৪ সালে রাজস্থানের হনুমানগড় জেলার মানাকথেরি বারানি গ্রামে জন্মগ্রহণ করেন। অ্যানিমেশন নিয়েই পড়াশোনা শেষ করেন শ্যাম। বর্তমানে জনপ্রিয় কৌতুক শিল্পী তিনি।

২০১৭ সালে গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জের মঞ্চে তিনি মোদীর নিখুঁত অনুকরণ করে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীরও নকল করেন। এরপর ২০২২ সালে শ্যাম রাজস্থানে আম আদমি পার্টিতে যোগ দেন।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদীকে সমর্থন করেছিলেন শ্যাম। কিন্তু এখন পরিস্থিতি পালটে গেছে বলে মনে করেন তিনি। সংবাদমাধ্যমের সামনে শ্যাম বলেন, “২০১৪ সালে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরাগী ছিলাম। প্রধানমন্ত্রীকে সমর্থন করে আর রাহুল গান্ধী, অরবিন্দ কেজরীওয়ালের বিরোধিতা করে অনেক ভিডিয়ো শেয়ার করতাম। তাই দেখে অনেকেই ভাবতেন আমি আগামী ৭০ বছর শুধু বিজেপিকেই ভোট দেব।”

একই সঙ্গে তাঁর সংযোজন, “গত দশ বছরে পরিস্থিতি পালটে গিয়েছে। আমি এখন লোকসভা ভোটে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছি।“

আগামী ১ জুন বারাণসীতে নির্বাচন। ৪ জুন ভোট গণনা।

বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা (ডানদিকে)
BJP: দলীয় প্রার্থীকে বিপাকে ফেলতে ফেক অডিও বানিয়ে ভাইরাল করা! গ্রেফতার বিজেপির রাজ্য কমিটির সদস্য
বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন কৌতুক শিল্পী শ্যাম রঙ্গিলা (ডানদিকে)
Maharashtra: জোরালো ধাক্কা শিন্ডে শিবিরে, দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী, ইন্ডিয়া মঞ্চকে সমর্থনের ঘোষণা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in