Uttarakhand: দল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতাদের ফেরাতে আগ্রহী নয় কংগ্রেস - সিদ্ধান্ত নেবেন সোনিয়া

যেসব কংগ্রেস নেতা গত বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের কোনোভাবেই কংগ্রেসে ফেরত নেওয়া হবেনা। যদিও কংগ্রেস সূত্র অনুসারে পুরো বিষয়টিই নির্ভর করছে সোনিয়া গান্ধীর ওপর।
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধীফাইল ছবি, দ্য প্রিন্ট-এর সৌজন্যে

উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের আগে দলবদলকারীদের জন্য দরজা বন্ধ করতে চলেছে কংগ্রেস। বিশেষ করে যেসব কংগ্রেস নেতা গত বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁদের কোনোভাবেই কংগ্রেসে ফেরত নেওয়া হবেনা। যদিও কংগ্রেস সূত্র অনুসারে পুরো বিষয়টিই নির্ভর করছে সোনিয়া গান্ধীর ওপর।

বিশিষ্ট কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা দলে কংগ্রেস ছেড়ে যাওয়াদের ফেরাতে চাইনা। বিশেষ করে সেইসব নেতাদের যারা কংগ্রেস ছেড়ে বিজেপি সরকারে গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন এবং হরিশ রাওয়াত মুখ্যমন্ত্রী থাকাকালীন আড়াল থেকে ক্ষতি করেছিলেন।

কংগ্রেস প্রচারদলের চেয়ারম্যান হরিশ রাওয়াত জানিয়েছেন, বিজেপি বিক্ষুব্ধদের দলে নেবার জন্য কংগ্রেসের কোনো তাড়াহুড়ো নেই। যদিও অনেকেই এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। সঠিক সময়ে প্রয়োজন হলে এঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।

যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো নাম প্রকাশ্যে আনা হয়নি। তবে সূত্র অনুসারে, যারা আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন তাঁদের অনেকেই এখন আবার কংগ্রেসে ফেরার চেষ্টা করছেন। এছাড়াও বিজেপিরও বেশ কয়েকজন কংগ্রেসে যোগ দেবার চেষ্টা করছেন। কিন্তু এক্ষেত্রে যারা কংগ্রেসের পক্ষে লাভবান হবেন শুধুমাত্র তাঁদেরই দলে জায়গা দেওয়া হবে।

এর আগে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় বহুগুনা, প্রাক্তন মন্ত্রী হরক সিং রাওয়াত, সতপাল মহারাজ এবং যশপাল আর্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছিলেন। কিন্তু এঁদের মধ্যে কয়েকজন গত মাসে বিজেপি পুষ্কর সিং ধামিকে মুখ্যমন্ত্রী করায় হতাশ।

উত্তরাখন্ড কংগ্রেসের প্রচার কমিটির সদ্য দায়িত্বপ্রাপ্ত হরিশ রাওয়াত আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ। আগামী শনিবার হরিদ্বার থেকে তিনি রাজ্যব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করবেন।

- with inputs from IANS

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in