Uttarakhand: যশপাল আরিয়া কংগ্রেসে যাওয়ায় দলের কোন ক্ষতি হবে না: দাবি বিজেপির

বিজেপির দাবি যশপাল আরিয়া কংগ্রেসে যাওয়ায় উত্তরাখণ্ডে ভোটে দলের কোন ক্ষতি হবে না। উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি সরকারের মন্ত্রী আরিয়া গত ১১অক্টোবর বিধায়ক ছেলে সঞ্জীব আরিয়াকে নিয়ে কংগ্রেসে যোগ দেন।
দল ছাড়ার পর রাহুল গান্ধীর সঙ্গে উত্তরাখণ্ডর বিজেপি নেতা
দল ছাড়ার পর রাহুল গান্ধীর সঙ্গে উত্তরাখণ্ডর বিজেপি নেতাফাইল ছবি উত্তরাখণ্ড কংগ্রেস ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বিজেপির দাবি যশপাল আরিয়া কংগ্রেসে যাওয়ায় উত্তরাখণ্ডে ভোটে দলের কোন ক্ষতি হবে না। উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামি সরকারের মন্ত্রী আরিয়া গত ১১অক্টোবর বিধায়ক ছেলে সঞ্জীব আরিয়াকে নিয়ে কংগ্রেসে যোগ দেন।

ছ'বারের বিধায়ক এবং পরিচিত দলিত নেতা আরিয়া ২০১৭য় বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কংগ্রেসে থাকাকালীন তিনি বিধানসভার অধ্যক্ষ হয়েছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন তিনি।

বিজেপির এক বিশিষ্ট কর্মকর্তা বলেছেন,' আরিয়া বর্ষীয়ান নেতা, আমাদের ছেড়ে পুরনো দল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাঁর কংগ্রেসে যাওয়ায় আগামী বছর নির্ধারিত বিধানসভা নির্বাচনে বিজেপির কোন ক্ষতি হবে না।'

অন্য এক বিজেপি নেতা বলেছেন আরিয়াকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছিল, বিজেপি সরকারে মন্ত্রীও করা হয়েছিল। বিজেপির নীতি, পরিবারের আগে দেশ। তার সঙ্গে খাপ খাওয়াতে না পারাই আরিয়ার বিজেপি ছাড়ার অন্যতম কারণ হতে পারে।

গেরুয়া শিবিরের ওপর এক বিশিষ্ট নেতা বলেন, ২০১৭য় আরিয়া দলে যোগ দেওয়ার আগে থেকেই বিজেপি সমাজের সকল শ্রেণীর সমর্থন পেয়ে আসছে। আরিয়া দল ছাড়ার পরেও তেমনই ভোট পাবে।

তিনি বলেছেন,'আরিয়ার কংগ্রেসে যোগদানে বিজেপির ওপর তার কোন প্রভাব আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে না। আরিয়া যাওয়ার আগেই প্রভাবশালী দলিত নেতা ও কংগ্রেস বিধায়ক রাজকুমার বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য জুড়ে তাঁর প্রভাব আছে। আরিয়া যাওয়ায় যে ক্ষতি হবে তা পুষিয়ে দেবে রাজকুমার। আর একটা জিনিস বিজেপি ক্যাডার ভিত্তিক দল। কোন একজনের আসা যাওয়ায় কিছু এসে যাবে না।'

রাজকুমারের আগে ধানোল্টির নির্দল বিধায়ক প্রিতম সিং পানওয়ার বিজেপিতে যোগ দেন। উত্তরাখণ্ডের বিজেপি প্রধান মদন কৌশিক এর পূর্বে সংবাদ সংস্থাকে বলেছিলেন যে বিধানসভা নির্বাচনের আগে আরও অনেকে তাঁদের দলে যোগ দেবে।

তাঁর কথায়,' বিরোধী দলের অনেক নেতাই যোগাযোগ করছেন দলে আসতে চেয়ে।উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনের আগে অন্য রাজনৈতিক দলের অনেক বড় নেতাই বিজেপিতে যোগ দেবেন। প্রতি মাসেই এদের কেউ না কেউ বিজেপিতে যোগ দেবে।'

- with Agency input

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in