Uttar Pradesh: ভোটের মুখে দল ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ প্রাক্তন বিজেপি বিধায়কের

গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনার পর তিনি প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এছাড়াও গত শনিবার সমাজবাদী পার্টির নেতৃত্বের বাড়িতে আয়কর অভিযানেরও তিনি নিন্দা করেন।
সমাজবাদী পার্টিতে যোগ দেবার পর রাম ইকবাল সিং
সমাজবাদী পার্টিতে যোগ দেবার পর রাম ইকবাল সিংছবি সমাজবাদী পার্টির ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

নির্বাচনের মুখে উত্তরপ্রদেশে বিজেপি ছাড়লেন এক প্রাক্তন বিজেপি বিধায়ক ও রাজ্যের বিজেপি কর্মকর্তা। সোমবার প্রাক্তন বিজেপি বিধায়ক রাম ইকবাল সিং বিজেপি ছেড়ে অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টিতে যোগদান করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনার পর তিনি প্রকাশ্যেই দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এছাড়াও গত শনিবার সমাজবাদী পার্টির নেতৃত্বের বাড়িতে আয়কর অভিযানেরও তিনি নিন্দা করেন।

এদিন সমাজবাদী পার্টিতে যোগ দেবার পর রাক ইকবাল সিং সাংবাদিকদের জানান, আমি বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানিয়েছি। যদিও দলে শোনার মত কেউ নেই। কেউই আমার কথায় গুরুত্ব দেয়নি। সেই ধরণের রাজনৈতিক দলে থেকে কী লাভ যেখানে আপনার কথা কেউ শুনবে না এবং আপনার কথার কোনো গুরুত্ব দেবে না?

সদ্য সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি বিধায়ক রাম ইকবাল সিং বালিয়ার এক প্রতিষ্ঠিত ঠাকুর নেতা এবং ওই অঞ্চলে তাঁর ভালোরকম প্রভাব আছে বলে মনে করে রাজনৈতিক মহল।

সমাজবাদী পার্টিতে যোগ দেবার পর রাম ইকবাল সিং
Human Rights: মানবাধিকার লঙ্ঘনে টানা তিন বছর শীর্ষে উত্তরপ্রদেশ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in