Uttar Pradesh: আজই সম্প্রসারণ যোগী আদিত্যনাথ মন্ত্রীসভার, শপথ নিতে পারেন ৫ থেকে ৭ নতুন মন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রসারিত হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মন্ত্রীসভা। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে একথা নিশ্চিত করা হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথফাইল ছবি সংগৃহীত
Published on

দীর্ঘ প্রতীক্ষার পর আজ বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রসারিত হচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ মন্ত্রীসভা। উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে একথা নিশ্চিত করা হয়েছে।

যদিও আজকের মন্ত্রীসভার সম্প্রসারণে কোন কোন নতুন মুখ যুক্ত হবেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট খবর পাওয়া যায়নি। সূত্র অনুসারে পাঁচ থেকে সাত জন রবিবার বিকেলে রাজ্যের নতুন মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।

রাজ্য বিধানসভা নির্বাচনের মাত্র চার মাস আগে এই মন্ত্রীসভা সম্প্রসারণ নিয়ে তৎপর রাজনৈতিক মহল। যদিও দীর্ঘদিন আগেই মন্ত্রীসভা সম্প্রসারণের কথা ছিলো কিন্তু এতদিন পর্যন্ত মন্ত্রীসভা সম্প্রসারণ করেননি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্র অনুসারে, নতুন মন্ত্রী হিসেবে প্রাধান্য দেওয়া হবে ওবিসি, তফশিলি জাতি ও উপজাতি বিধায়কদের।

জানা যাচ্ছে নতুন মন্ত্রীদের মধ্যে থাকতে পারেন প্রাক্তন কংগ্রেস নেতা জিতিন প্রসাদ। রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা গত জুন মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। অন্যান্য সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন সঞ্জয় নিষাদ এবং প্রাক্তন আমলা এ কে শর্মা।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in