Uttar Pradesh: মূলায়ম সিং যাদবের সঙ্গে সাক্ষাৎ BJP রাজ্য সভাপতির - রাজনৈতিক মহলে জল্পনা

সমাজবাদী পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে, বিজেপিতে খুশি নন স্বতন্ত্র দেব সিং। মূলায়ম সিং যাদব তাঁকে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
মূলায়ম সিং যাদব ও স্বতন্ত্র দেব সিং
মূলায়ম সিং যাদব ও স্বতন্ত্র দেব সিংফাইল ছবি সংগৃহীত
Published on

সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা পৃষ্ঠপোষক মূলায়ম সিং যাদবের সাথে সাক্ষাৎ করলেন উত্তরপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিং। সোমবার হওয়া এই সাক্ষাতের ঘটনায় ভোটমুখী উত্তরপ্রদেশের‌ রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

সমাজবাদী পার্টির তরফ থেকে দাবি করা হয়েছে, বিজেপিতে খুশি নন স্বতন্ত্র দেব সিং। মূলায়ম সিং যাদব তাঁকে সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

মূলায়ম সিংয়ের সাথে সাক্ষাতের ছবি নিজের ট‍্যুইটারে শেয়ার করে স্বতন্ত্র দেব লিখেছেন, তিনি "নেতাজির" আশীর্বাদ নিয়েছেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

বিজেপি সভাপতির এই ট‍্যুইটে সমাজবাদী পার্টির মুখপাত্র মন্তব্য করেন, "নেতাজি স্বতন্ত্র দেব সিংকে সমাজবাদী পার্টিতে যোগদানের প্রস্তাব দিয়েছেন। কারণ বিজেপিতে দলিত ও অনগ্রসর শ্রেণিদের অবহেলার কারণে‌ তিনি সম্ভবত অসন্তুষ্ট"। এই মন্তব্য রিট‍্যুইট করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা মূলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব।

এই বিষয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হলে স্বতন্ত্র সিং জানান, সদ‍্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কল‍্যাণ সিংয়ের শোকসভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার লখনৌতে আয়োজিত এই শোকসভায় স্বতন্ত্র সিং বলেন, "আমি সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা-নেতাকে এই শ্রদ্ধাঞ্জলি সভায় আসার অনুরোধ জানাতে গিয়েছিলাম। বহেনজীর (বহুজন সমাজবাদী পার্টির প্রধান মায়াবতী) কাছেও গিয়েছিলাম। ৪০টিরও বেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই সভায় অংশ নেওয়ার জন্য।"

সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই সভায় কেউ উপস্থিত না হলেও বহুজন সমাজবাদী পার্টির তরফ থেকে দলের জাতীয় সাধারণ সম্পাদক সতীশ চন্দ্র মিশ্র উপস্থিত ছিলেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in