
সীতাপুরের ভারতীয় জনতা পার্টির বিধায়ক রাকেশ রাঠোর সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করায় প্রশ্ন উঠেছে তাহলে কি রাঠোর শিবির বদল করতে চলেছেন? যদিও রাঠোরও এই সাক্ষাৎকার নিয়ে কিছু বলেননি।
রবিবারের সন্ধ্যার ওই সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা চলছে। বৈঠকের একটি ছবি ছড়িয়েও পড়ে সোশ্যাল মিডিয়ায়। সমাজবাদী পার্টির মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন একশোরও বেশি বিজেপি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, সময় চেয়েছেন পার্টি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য।
সীতাপুরের ওবিসি নেতা রাঠোর তিনমাস আগে যখন বলেছিলেন দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে তিনি নিজ দলের সরকারে বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না, তখনই বেসুর ধরা পড়েছিল।
এর আগে এক সরকারি আধিকারিকের সঙ্গে কথাবার্তায় তিনি তাঁর অসন্তোষ প্রকাশ করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপিংয়ে ৫৫বছরের রাঠোরকে হিন্দীতে বলতে শোনা যায়, বিধায়ক হওয়া সত্ত্বেও তিনি মানুষের জন্য কাজ করতে পারছেন না।
ভারতীয় জনতা পার্টি অবশ্য সরকারিভাবে ওই সাক্ষাৎকার নিয়ে কোন মন্তব্য করেনি।তবে দলের এক বিশিষ্ট নেতার বক্তব্য অনুসারে, অনেক বিধায়ক কোনো কাজ করেননি। তাঁরা বুঝতে পারছেন নির্বাচনে টিকিট পাবেন না। তাই বেসুরো গাইছেন।রাঠোর তাদেরই অন্যতম।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন